বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আজ হবিগঞ্জের ৮ উপজেলায় ভোট ॥ প্রতি কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে ২ জন পুলিশ ও ৭ জন আনসার সদস্য

  • আপডেট টাইম রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৭১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ প্রথম ধাপে হবিগঞ্জের ৮টি উপজেলায় অনুষ্টিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। আর এ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম ও নিরাপত্তা বাহিনীকে পৌছে গেছে। গতকাল শনিবার দুপুর থেকে তাদের কেন্দ্রে প্রেরণ করা হয়। নির্বাচনে নিরাপত্তা প্রদানে প্রতিটি কেন্দ্রে ২ জন পুলিশ ও ৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। আজ রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। গতকাল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলা থেকে উপজেলায় নির্বাচনী সরঞ্জামগুলো পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের সকল ধরণের প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক জানান, জেলার ৮টি উপজেলায় প্রথম ধাপে আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে ভোটার রয়েছেন ১৩ লাখ ৮১ হাজার। ৬১৭টি কেন্দ্রে ২ হাজার ৮৫ জন পুলিশ, ৭ হাজার ৪০৪ জন আনসার, ৩৬০ জন বিজিবি ও ১২৮ জন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। এর মাঝে প্রতিটি কেন্দ্রে ২ জন পুলিশ ও ৭ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। বাকিরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন। গত ২০ ফেব্র“য়ারি জেলার ৮টি উপজেলা চেয়ারম্যান পদে ২৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩০ জন প্রার্থী প্রতিক বরাদ্দ পাওয়ার পর থেকে বিরামহীন প্রচারণা চালিয়ে যান। প্রার্থীদের প্রচার-প্রচারণা, কর্মীসভাসহ গণসংযোগকালে কোথাও অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। এছাড়াও আচরণ বিধি লঙ্ঘণের ও কোন খবর পাওয়া যায়নি। গতকাল প্রচারণার শেষ দিনে ৮টি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা সকাল থেকে রাত ১২টা পর্যন্ত একটানা প্রচারণা করেন। এ সময় তারা নানা কৌশলে ভোটাদের কাছে ভোট প্রার্থনা করেন। শান্তিপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচন প্রত্যাশা করছেন হবিগঞ্জবাসী। উপজেলা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল জানান, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের হবিগঞ্জের ৮টি উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন- নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি, আনসারসহ গ্রাম পুলিশ আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করবেন। সকলের সহযোগিতায় আমরা হবিগঞ্জে শান্তিপূর্ণ উপহার দিতে চাই।
ইতিমধ্যেই মাইকিং করে জানানো হয়েছে, নির্বাচনের দিন প্রশাসনের অনুমতিপ্রাপ্ত পরিবহনগুলো ব্যতিত অন্যান্য ছোট, বড় সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এবার হবিগঞ্জ জেলার ৮টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৯, ভাইস চেয়ারম্যান পদে ৪৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন-
হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আহমদুল হক (ঘোড়া), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মশিউর রহমান শামীম (নৌকা), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মোঃ মোতাচ্ছিরুল ইসলাম (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান আউয়াল (টিউবওয়েল), সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক (তালা), জাতীয় পার্টির প্রার্থী প্রফেসর আবিদুর রহমান (লাঙ্গল), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফৌরদৌসি আরা বেগম (ফুটবল), নূরুন্নাহার (হাঁস) ও জাকের পার্টির প্রার্থী সুফিয়া খাতুন (গোলাপ ফুল)।
নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলমগীর চৌধুরী (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া), সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই (কাপ-পিরিচ), সাবেক উপজেলা চেয়ারম্যান হাদী গাজীর স্ত্রী গাজী খালেদা ছরওয়ার (দোয়াত-কলম), জাতীয় পার্টির হায়দর মিয়া (লাঙ্গল) ও ইসলামী ঐক্যজোট মাওলানা আবু ছালেহ (মিনার), ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা কাজী মোঃ ওবায়দুল কাদের হেলাল (টিউবওয়েল), গতি গোবিন্দ দাশ (তালা), উপজেলা জাপার আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের (উড়োজাহাজ), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মুরাদ আহমেদ (লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মোস্তাক আহমদ ফারকানী (মিনার) ও আবু ইউসুফ (চশমা), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমা বেগম (হাঁস), উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকুলি (ফুটবল) ও সাজেদা মজিদ (কলস)।
লাখাই উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুশফিউল আলম আজাদ (নৌকা), উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহফুজুল আলম মাহফুজ (মোটর সাইকেল), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিক আহমেদ (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী (টিউবওয়েল), জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম আলম (তালা), সাবেক সেনা সদস্য আশরাফুল ইসলাম (চশমা) ও তাউছ মিয়া (মাইক), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছাঃ ফয়েজুন্নেছা বেগম (পদ্মফুল), হেনা আক্তার (প্রজাপতি), জাহানারা বেগম (ফুটবল), আলেয়া বেগম (হাঁস), আয়েশা সিদ্দীকা (কলস)।
চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদির লস্কর (নৌকা), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু তাহের (আনারস), উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান (ঘোড়া), খেলাফত মজলিস নেতা প্রভাষক আব্দুল করিম (মোটর সাইকেল) ও ইসলামী ঐক্যজোটের আজিজুর রহমান (মিনার), ভাইস চেয়ারম্যান প্রার্থী লুৎফুর রহমান মহালদার (চশমা) ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জামাল হোসেন লিটন (মাইক), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি আবিদা খাতুন (ফুটবল), বিএনপি সমর্থক কাজী সাফিয়া খাতুন (হাঁস) ও শাহেনা আক্তার চৌধুরী (কলস)।
বাহুবল উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হাই (নৌকা), আওয়ামী লীগ বিদ্রোহী আব্দুল কাদির চৌধুরী (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খলিলুর রহমান (ঘোড়া), ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগ আহ্বায়ক মোঃ তারা মিয়া (চশমা), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি (তালা), সাবেক ভাইস চেয়ারম্যান ফিরোজ আলী মিয়া (উড়োজাহাজ), আওয়ামী লীগ সমর্থক শশাংক রঞ্জন (বৈদ্যুতিক বাল্ব), এসএম শফিকুল ইসলাম তালুকদার (টিউবওয়েল), নিহার রঞ্জন দেব (টিয়া পাখি), খন্দকার ইদ্রিছ মিয়া (বই), ইয়াকুত মিয়া (মাইক) ও ফারুক মিয়া (পালকি), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি সমর্থক নাদিরা খানম (কলস), আওয়ামী লীগ সমর্থক জ্যোৎ¯œা আক্তার (ফুটবল), উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি নিলুফার ইয়াসমিন (হাঁস) ও জাতীয় পার্টির প্রার্থী হাসিনা আক্তার (লাঙ্গল)।
আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মর্তুজা হাসান (নৌকা), মোঃ আলাউদ্দিন (আনারস), উপজেলা যুবদল সাধারণ সম্পাদক খালেদুর রশিদ ঝলক (মোটর সাইকেল), ভাইস চেয়ারম্যান প্রার্থী হিরেন্দ্র পুরকায়স্থ (উড়োজাহাজ), আওয়ামী লীগ সমর্থক মনিরুজ্জামান মনু (তালা), অসীম চৌধুরী সাগর (টিউবওয়েল), নাজমুল হাসান (টিয়াপাখি), আব্দুল জলিল (বৈদ্যুতিক বাল্প), হিফজুর রহমান (গ্যাস সিলিল্ডার), শাহ বাহার উদ্দিন সেলিম (বই), জাহিদ হাসান জীবন (চশমা) ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মমিনুর রহমান সজীব (মাইক), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুখসানা আক্তার শিখা (হাঁস), মাহমুদা আক্তার রেফা (ফুটবল), অলিমা খাতুন (কলস), সীমা রানী সরকার (প্রজাপতি) ও সুজলা আক্তার (পদ্মফুল)।
বানিয়াচং উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আবুল কাশেম চৌধুরী (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইকবাল হোসেন খান (আনারস) ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন (ঘোড়া), ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকবাল বাহার খান (স্বতন্ত্র), আওয়ামী লীগ নেতা ফারুক আমিন (তালা), স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু আশসাফ চৌধুরী বাবু (টিয়া পাখি), হাজী আবেদুল ইসলাম (মাইক), আওয়ামী লীগ নেতা স্মৃতি চ্যাটার্জ্যি কাজল (টিউবওয়েল) ও মন্টু লাল দাস (বৈদুত্যিক বাল্প), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মহিলা দল সভানেত্রী তানিয়া খানম (পদ্মফুল), মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জাহানারা আক্তার বিউটি (প্রজাপতি), সাধারণ সম্পাদক হাসিনা আক্তার (হাঁস) ও জেসমিন চৌধুরী (কলস)।
মাধবপুর উপজেলা চেয়ারম্যান পদে সদ্য পদত্যাগী চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী এসএফএএম শাহজাহান (ঘোড়া), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক (নৌকা), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী এহতেশাম উল বার চৌধুরী লিপু (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী মুজিব উদ্দিন তালুকদার (টিউবওয়েল), আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন খান (মাইক), উপজেলা আওয়ামী লীগ সদস্য শ্রীধাম দাশ গুপ্ত (তালা), পৌর বিএনপির আহ্বায়ক বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ (চশমা), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেত্রী অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন (হাঁস), আওয়ামী লীগ সমর্থক জাহানারা বেগম (ফুটবল), নাজমা পাঠান (পদ্মফুল), রোকেয়া আক্তার (কলস) ও মরিয়ম বেগম বাবুনী (প্রজাপতি)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com