বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

দলমত নির্বিশেষে আবু জাহিরকে বারো পঞ্চায়েতের সমর্থন

  • আপডেট টাইম রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮
  • ৫১২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে এমপি আবু জাহিরকে সমর্থন জানিয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিমাঞ্চলের বারো পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ২৯টি গ্রামের জনগণ। শুক্রবার সন্ধ্যায় এমপি আবু জাহিরের বাসভবনে বারো পঞ্চায়েতের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ¦ রইছ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ আকরাম আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় তারা এই সমর্থন জানান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির।
এছাড়াও বক্তব্য রাখেন রিচি গ্রাম পঞ্চায়েতের সভাপতি আলহাজ¦ আহসান উল্লা, রিচি গ্রামের সরদার আলহাজ¦ মোঃ আরব আলী, রিচি যুব সংঘের সাংগঠনিক সম্পাদক ডাঃ জিতু মিয়া, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, লুকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, ফান্দ্রাইল গ্রামের সরদার জাহির মিয়া চৌধুরী, আষেঢ়া গ্রামের সরদার আজদু মিয়া, বারো যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ মাসুক মিয়া চৌধুরী ও অন্যতম সদস্য আওলাদ মিয়া, ধল গ্রামের মোঃ জলফু মিয়া, যুব সংঘের নেতা রফিক মিয়া মেম্বার, বামকান্দি গ্রামের সরদার আলহাজ¦ শহিদ আলী, মোঃ জজ মিয়া, হাজী সৈয়দ জামান, যুব সংঘের নেতা সাবেক মেম্বার ফেরদৌস মিয়া, নাজিরপুর গ্রামের সরদার আব্দুল খালেক, যাদবপুর গ্রামের সরদার আব্দুল করিম, লুকড়া যুব সংঘের সভাপতি শুকুর মিয়া, লুকড়া গ্রামের সরদার আনোয়ার আলী, হুরগাঁও গ্রামের সরদার সাবেক মেম্বার ভিংরাজ মিয়া, সরদার আব্বাস মিয়া, যুব সংঘের নেতা আব্দুল কাইয়ুমসহ যুব সংঘ ও বারো পঞ্চায়েতের অর্ন্তভুক্ত ২৯ গ্রামের মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন। বারো পঞ্চায়েতের নেতৃবৃন্দ জানান, এডঃ মোঃ আবু জাহির এমপি এলাকায় যে উন্নয়ন করেছেন অতীতে কোনও সংসদ সদস্য তা করতে পারেননি। এছাড়াও যে কোনও ধরণের সামাজিক কর্মকান্ডসহ বিপদে-আপদে এলাকাবাসীর পাশে থেকেছেন। তাই উন্নয়নের স্বার্থে দলমতের উর্ধ্বে থেকে আমরা তাকে এই সমর্থন দিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com