বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বাহুবলে ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

  • আপডেট টাইম রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮
  • ৪৯০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ট্রাক চাপায় সিয়াম নামে ৭বছরের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মৌচাক নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সিয়াম উপজেলার কবিরপুর গ্রামের গ্রামের বাসিন্দা ইসলাবামাবাদ আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত সৃজন বিদ্যাপীঠের সহকারি শিক্ষক ইউসুফ আলীর পুত্র। নিহত সিয়াম কবিরপুর শাহজালাল নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে সিয়াম বাড়ি থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় পুটিজুরী থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ড-১১-৭৭০৬) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক চালক উপজেলার মন্ডলকাপন গ্রামের শরিফ উদ্দিনের পুত্র আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ।
এদিকে ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে যানবাহন আটকে দেয়। এতে সড়কের উভয় পাশে শতশত গাড়ি আটকা পড়ে।
খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জনতাকে শান্ত করে অবরোধ তুলে দিলে প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এব্যাপারে যোগাযোগ করলে বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, তাৎক্ষণিক খরব পেয়ে ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে যান চলাচল সচল করেছি। এ ঘটনার ট্রাক চালক আটক রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com