মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে আওয়ামী লীগের দুই নেতার নির্বাচনী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ২০ রাজধানীর উত্তরা এলাকায় পুলিশের বিশেষ অভিযান ॥ নবীগঞ্জের কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী শাফি গ্রেফতার বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নাট্যকর্মীদের অবদান অনস্বীকার্য- এমপি আবু জাহির পুলিশের দায়েরকৃত মামলায় যুবদল ও ছাত্রদলের চার নেতা কারাগারে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তারকে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা খোশ আমদেদ মাহে রমজান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের প্রবাসী যুবক নিহত প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় নবীগঞ্জের সাংবাদিক মতিউর মুন্নাকে গ্রিসে বাংলাদেশ দূতাবাসের সম্মাননা প্রদান মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর নদী থেকে হৃদয়ের লাশ উদ্ধার ক্যান্সারে আক্রান্ত সাবেক চেয়ারম্যান সত্যজিত দাশকে বাচাতে এগিয়ে আসুন

শেখ হাসিনা উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছে দিতে হবে-এমপি মজিদ খান

  • আপডেট টাইম রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮
  • ৪২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের সদস্য সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা কর্মীদের দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিকল্পনা অনুযায়ী কাজ করে গত দশ বছরে অবহেলিত বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলায় যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বিদ্যুতায়ন সহ সর্বক্ষেত্রে যে অভাবনীয় অভূতপূর্ব উন্নয়ন করেছি। মানুষের উপকার করেছি। মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। বানিয়াচং আজমিরীগঞ্জ এখন উন্নয়নের জোয়ার ভাসছে। আমরা এখন আর অবহেলিত নই। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সরকারের উন্নয়নের বার্তা মানুষের ঘরে ঘরে পৌছে দিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। সকল উন্নয়নের মূল কারিগর জননেত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার বিকালে বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর বাজারে ১৩নং মন্দরী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্দরী ইউনিয়ন লীগের সভাপতি মোঃ ইদ্রিছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ এইচ এম জাহির এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ১০নং সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, মন্দরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, এডভোকেট আব্দুল হামিদ, আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, ছবুর মিয়া মেম্বার, আব্দুল হাকিম ফুল মিয়া, বিলু মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি আফজল আনছারী, সাধারণ সম্পাদক আবুল কালাম, বাবুল মিয়া, সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর মিয়া, কামরুল ইসলাম, আলাউদ্দিন মেম্বার, ছাত্রলীগ নেতা তোফাজ্জল তালুকদার, লিটন তালুকদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com