সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ১২:৪৭ অপরাহ্ন
আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে সৃজনে উন্নয়নে বাংলাদেশ মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহিনা আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, লাখাই থানার ওসি এমরান হোসেন, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, চেয়ারম্যান শেখ মুক্তার হুসেন বেনু, আবুল কাসেম মোল্লা ফয়সল, রফিকুল ইসলাম মলাই প্রমুখ।
মেলায় আশ্রায়ন ও আবাসন প্রকল্প, একটি বাড়ি একটি খামার, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সবার জন্য বিদুৎ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা, ডিজিটাল বাংলাদেশ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচী সহ ৯টি স্টল বসে। এর আগে একটি র্যালী ও পরে সাংস্কৃতিক আনুষ্টানের আয়োজন করা হয়।