শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ৪২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার অর্ধশতাধিক পূজামন্ডপ পরিদর্শন করেছেন হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে মঙ্গলবার সকাল ১১টা থেকে রাত পর্যন্ত বিভিন্ন ইউনিয়নের এই পূজামন্ডপগুলো পরিদর্শন করেন তিনি। প্রতিটি মন্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সকল সুবিধা নিশ্চিতের ব্যাপারে তাদের সাথে কথা বলেন এমপি আবু জাহির।
পৃথক পূজামন্ডপ পরিদর্শনকালে এমপি আবু জাহির বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই সরকারের আমলে সকল ধর্মের মানুষজন যার যার ধর্মীয় উৎসব সঠিকভাবে পালন করতে পারেন।
সকাল ১১টায় শুরুতেই ১নং লাখাই ইউনিয়নের সকল পূজামন্ডপ পরিদর্শনে যান এমপি আবু জাহির। এর পর মুড়াকরি, বামৈ, বুল্লা এবং করাব ইউনিয়নের ইউনিয়নের বিভিন্ন গ্রামের সকল পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। এছাড়াও সঠিকভাবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এই উৎসবটি যাতে সুষ্ঠু-সুন্দরভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে নজর রাখার জন্য স্থানীয় পুলিশ প্রশাসন এবং আওয়ামী লীগ এবং সহযোগী নেতৃবৃন্দকে নজর রাখার জন্য নির্দেশ দেন এমপি আবু জাহির।
পূজামন্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরীফ উদ্দিন তালুকদার, সিরাজুল ইসলাম, জ্যোতিষ পাল, নুরুজ্জামান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, করাব ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, ১নং লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম মাহফুজ, সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, সাবেক সভাপতি আনফর আলী তালুকদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, সহ-সভাপতি জামাল তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম আলম, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক ইসমাইল রানা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা, উপজেলা ছাত্রলীগের আহবাযক খাইরুদ্দিন, যুগ্ম আহাবয়ক শরিফুল ইসরাম রনি, আব্দুল্লাহ আল রনি, নজরুল ইসলাম, আলফাজুল আলম মুনির, রাসেল আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সৌকত মেম্বার, লাখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি দেওয়ান মারুফ, বামৈ ইউনিয়ন যুবলীগের সভাপতি এংগু আহমেদ রুবেল, লাখাই ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক নাসির চৌধুরী, মোড়াকরি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসহাক মিযা, আওয়ামী লীগ নেতা মোজাহিদ মিয়া, মাহফুজুর রহমান মাহফুজ, ইকবাল হোসেন ছোট্ট, সাবাজ মেম্বার, হাজী ইসহাক মিয়া, মুক্তার আলম, সালাহ উদ্দিন সুমন, এডভোকেট কামরুল, বশির আহমেদ, পেরু মিয়া, কানু রায়, রাজ কিশোর দাশ, জগদীশ পাল, আক্রম আলী, মরম আলী মেম্বার, বাহার মেম্বার, তোফাজ্জুল মিয়া, তাজ উদ্দিন আহমেদ তারেক, বামৈ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওমর ফারুক সরদার, আব্দুর রহমান সরদার, জব্বার মিয়া সরদার, কৃষক লীগ নেতা রায়হান উদ্দিন মেম্বার, যুবলীগ নেতা জাকির হোসেন মেম্বার, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ, আওয়ামী লীগ নেতা ভূপেন্দ্র গোপ, তাউছ মেম্বার, দীতিন্দ্র গোপ, আব্দুর রাজ্জাক মেম্বার, বুল্লা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, করাব আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জ্যোতি রঞ্জন সিনহা, আওয়ামী লীগ নেতা মালেক মেম্বার, বিষ্ণু পাল, খলিলুর রহমান, সাংবাদিক পান্ডব বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com