শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

এমপি মজিদ খানকে হত্যা চেষ্টার প্রতিবাদে শচীন্দ্র কলেজে মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ১০ অক্টোবর, ২০১৮
  • ৪৩৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ২ অক্টোবর এমপি আব্দুল মজিদ খানের উপর পরিকল্পিত ও চক্রান্তমূলকভাবে ট্রাক দিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থী ও র্কমচারী সমন্বয়ে কলেজ সংলগ্ন হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কলেজ অধ্যক্ষের সভাপতিত্বে এবং প্রভাষক লতিফ হোসাইনের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তাগণ এই পরিকল্পিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এমপির প্রাতসঙ্গি ঠিকাদার মাসুদ আহমেদ যিনি এই অতর্কিত ট্রাক হামলা নিহত হন তার আত্মার মাগফেরাত কামনা করেন ও তার পরবিারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বক্তারা বলেন, যে ট্রাক ও ঘাতক ড্রাইভার এই নিষ্ঠুর অমানবিক পরকিল্পতি হত্যাকান্ড ঘটায় ও এমপি মহোদয়কে হত্যার নীল নকশা রচনা করে সেই ঘাতক ড্রাইভার ও ট্রাককে অনতিবিলম্বে অনুসন্ধান করে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক র্সবোচ্চ শাস্তি দাবি করেন এবং এ ব্যাপারে আরও তৎপর ও সোচ্চার হওয়ার জন্য প্রশাসনকে হুশিয়ারি প্রদান করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজী, সহকারী অধ্যাপক অনুপমা ভক্ত, সহকারী অধ্যাপক অঞ্জন সরকার, প্রভাষক আব্দুল আহাদ খান, প্রভাষক বিষ্ণু পাল, প্রভাষক মঈন উদ্দিন, প্রভাষক সৈয়দা তাহমুদা বেগম, প্রভাষক গৌতম সরকার, প্রভাষক নজরুল ইসলাম খান, প্রভাষক প্রসূন আর্চায্য পল্লব, প্রভাষক রঞ্জু পাল, প্রভাষক শাহ আলম, প্রভাষক জিয়াউল হক, প্রভাষক গোপীনাথ, প্রভাষক বিধুর কান্তি দাস, প্রভাষক সুকান্ত গোপ, ক্রীড়া শিক্ষক রঞ্জিত দাস ও প্রর্দশক সুদাম চন্দ্র দাস প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মুস্তাফিজুর রহমান মফিজ, মাহতাব আলী ও তানভীর সিদ্দিকী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com