শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

নবীগঞ্জে জাতীয় উন্নয়ন মেলায় ৩ দিনে ৭৩৭টি নতুন সংযোগ

  • আপডেট টাইম রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
  • ৪৬৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে শেষ হলো ৩ দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা। গত বৃহস্পতিবার থেকে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। গতকাল শনিবার মেলার শেষ দিন ছিল। নবীগঞ্জে উন্নয়ন মেলায় ৫০ স্টলে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মেলায় অংশগ্রহণকারী ৫০ স্টলের মধ্যে আগত দর্শনার্থী ও তাদের সেবা প্রদান এবং সাজসজ্জার ভিত্তিতে ৩টি স্টলকে সেরা নির্বাচিত করা হয়। নির্বাচিত সেরা ৩ স্টলের মধ্যে প্রথম স্থান অধিকার করে উপজেলা সহকারী (ভূমি)র কার্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেছে পল্লী বিদ্যুৎ অফিস ও উপজেলা প্রকৌশলীর কার্যালয় আর তৃতীয় স্থান অধিকার করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মেলার ৩ দিনে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নবীগঞ্জ জোনাল অফিস কর্তৃক উপজেলার বিভিন্ন এলাকায় ৭৩৭টি নতুন বিদ্যুৎ মিটার সংযোগ প্রদান করা হয়েছে। যা গ্রাহকের জন্য প্রত্যাশার চেয়ে প্রাপ্তির যোগ আশানুরুপ। এমন তথ্য জানান ডিজিএম আব্দুল বারী। একই ভাবে উপজেলা ভূমি অফিসের স্টল থেকে ৩ দিনে ৬০ জন গ্রাহকের নামজারী পরচা সম্পন্ন করে গ্রাহকের হাতে পৌছানো হয়েছে। উন্নয়ন মেলায় সরকারী প্রতিষ্টানের দ্রুত সময়ের মধ্যে প্রদানকৃত সেবার ধারাবাহিকতা অব্যাহত রাখার দাবী নবীগঞ্জবাসীর। তিন দিনব্যাপী উন্নয়ন মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমদ, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেত্রী ডাঃ নাজরা চৌধুরী, ইউপি চেয়ারম্যান এডঃ জাবেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চনন কুমার সানা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com