বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে অটোরিকশা-টমটম শ্র্রমিকদের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৫১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পূর্ব বাজার সংলগ্ন আলীগঞ্জ, ইনাতগঞ্জ ও কসবা সিএনজি অটোরিকশা টমটম শ্রমিকের মধ্যে শুক্রবার বিকালে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর গ্রামের শানুর খান (৩৫), জাহাঙ্গীর খান (৩২) ও জালালপুর গ্রামের আছদ উল্লাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তী করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন ও দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের টমটম শ্রমিকরা আলীগঞ্জের এক টমটম শ্রমিকের উপর যাত্রী উঠানো নিয়ে মারধর করে। এরপর আলীগঞ্জের টমটম শ্রমিকরা কসবা গ্রামের টমটম শ্রমিক লিটনকে মারধর করে। এঘটনার এক পর্যায়ে ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নের শ্রমিক সহ দেশীয় অস্ত্র নিয়ে আলীগঞ্জ বাজারে আসলে উভয় পক্ষের মধ্য শুরু হয় সংঘর্ষ। ঘন্টা ব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ইটপাটকেল ব্যবহৃত হয়। এ সময় আলীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়। লোকজন ভয়ে দিগবেদিগ ছুটাছুটি করতে থাকে। এক পর্যায়ে আলীগঞ্জের শ্রমিকরা পিছু হটলে শুরু হয় তাদের উপর হামলা। হামলার এক পর্যায়ে আলীগঞ্জ বাজারের ব্যবসায়ী শবকদর খান ও ফয়েজ খানের দোকানের সাটার ভাংচুর করা হয়। সংঘর্ষের খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁিড় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। সংঘর্ষের ঘটনার পর নবীগঞ্জের দীঘলবাক, ইনাতগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সহ উভয় এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ বিষয়টি মিমাংসা করার চেষ্ঠা করছেন। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই এমরান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com