শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

নবীগঞ্জে কুর্শি ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের বাংলাবাজার-গোপলার বাজার, এনাতাবাদ, কৈলাশগঞ্জ বাজারসহ বিভিন্ন সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল ইউনিয়নের সীমান্তবর্তী দুর্ভলপুর এলাকায় এর শুভ উদ্ধোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুসা। গত শনিবার সন্ধ্যায় ওই সড়কের মধ্যবর্তী দুর্লভপুর পয়েন্টে আয়োজিত সভায় দেয়া প্রতিশ্র“তির ভিত্তিতে গতকাল থেকে বিভিন্ন সড়কের সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। চেয়ারম্যান ও ইউপি সদস্যদের আর্থিক সহায়তায় ওই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাংবাদিক এম এ বাছিত, ইউপি সদস্য শাহ শামছুল ইসলাম সুজন, মোঃ আব্দুস সোবহান, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি এনাম আহমদ, গোপলার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হায়দর মিয়া, সাবেক ইউপি সদস্য জিতু মিয়া, মোঃ ছুরত মিয়াসহ এলাকার গণ্যমান্য বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। উল্লেখ্য, উপজেলার ওই ইউনিয়নের এলজিডি অন্তর্ভুক্ত বিভিন্ন সড়কের বেহালদশায় জনদুর্ভোগ চরমে উঠেছে। বিভিন্ন সড়কের বড় বড় গর্তগুলোর জন্য যানবহানের চলাচলে মারাত্বক বিঘœতা তৈরী হয়। ভুক্তভোগী জনগণের দাবির প্রেক্ষিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ঘোষণা দেন চেয়ারম্যান আলী আহমেদ মুসা। এরই প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদে জরুরী সভায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে ওই সড়ক ছাড়াও স্থানীয় কৈলাশগঞ্জ বাজার সংলগ্ন অগ্রনী ব্যাংকের সামনের সড়ক সংস্কার, এনাতাবাদ গ্রামের প্রধান সড়কের গর্ত ভরাট ছাড়াও স্বল্প পরিসরে আরো দ’ুটি সড়কের সংস্কার (গর্ত ভরাট) কার্যক্রম চলতি সপ্তাহে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। সুষ্ঠভাবে কার্য সম্পাদনের জন্য সাংবাদিক এম এ বাছিত, ইউপি সদস্য পারছু মিয়া, শাহ শামছুল ইসলাম সুজন, মোঃ আব্দুস সোবহান এবং আল-আমিন খাঁনের সমন্বয়ে ৫ সদস্যের একটি কমিটি গঠিত হয়। রাস্তার বেহালদশায় জনদুর্ভোগ ও যানবাহন চলাচলের অনুপযোগী সড়কের উন্নয়নে উদ্যোগ নেয়ায় ইউনিয়ন পরিষদকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com