শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ পৌরসভার ৩ বছর পূর্তি অনুষ্ঠানে এমপি আবু জাহির মেয়রের সাহসী উদ্যোগের কারনেই কোটি কোটি টাকার সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে হবিগঞ্জে স্টেকহোল্ডারগনের সমন্বয়ে বিভাগীয় কমিশনারের অবহিত করণ সভা খোশ আমদেদ মাহে রমজান কদমচাল দরবার শরীফের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাখাইয়ে ডাকাতি মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৬ লন্ডনস্থ নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের ইফতার মাহফিল মাধবপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশটিভির প্রতিনিধি আমির হামযার মোটর সাইকেল চুরি বানিয়াচংয়ে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতার মাহফিল

বানিয়াচং উপজেলা নির্বাচন প্রচারনার শেষ দিন আজ বিজয়ের লক্ষ্যে গ্রাম-গঞ্জ চষে বেড়াচ্ছেন ২৩ প্রার্থী

  • আপডেট টাইম শনিবার, ২৯ মার্চ, ২০১৪
  • ৭৬৫ বা পড়া হয়েছে

মোহাম্মদ আলী মমিন ॥ বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচন। আর মাত্র ১দিন বাকী। ৩১ মার্চ ভোটাররা পরোক্ষ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তন্মধ্যে ৭ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৪ জন আওয়ামীলীগ ও ২ জন বিএনপি নেতা। নির্বাচনে বিজয়ের লক্ষ্যে সকল প্রার্থীই স্ব স্ব কর্মী সমর্থকদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। সালাম-আদাব বিনিময় করছেন হাটে-ঘাটে-মাঠে। ভোটারদের কাছে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরছেন। কিন্তু ভোটাররা হিসেব কষছেন। বিবেচনা করছেন সকল প্রার্থীর যোগ্যতা নিয়ে। কৌশলে প্রার্থীকে ভোট দেয়ার কথা না দিয়ে এড়িয়ে যাচ্ছেন। ভোটারদের কাছে প্রার্থীদের গ্রহণ যোগ্য প্রতি মুহুর্তে পরিবর্তন হচ্ছে। এ অবস্থায় ৩১ মার্চের নির্বাচনে বিজয়ের মালা কে পড়বেন তা বুঝে উঠান কঠিন।
এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচংকে কেন্দ্র করে গঠিত এ উপজেলায় ক্ষমতাসীন আওয়ামীলীগ একক প্রার্থী নির্ধারণে ব্যর্থ হওয়ায় ৪ আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-বানিয়াচঙ্গ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আমীর হোসেন মাস্টার (হেলিকপ্টার), সাধারন সম্পাদক মো. ইকবাল হোসেন খান (কাপ-পিরিচ), জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবির রেজা (আনারস) ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী (মোটর সাইকেল)। এ উপজেলায় বিএনপি কেন্দ্র থেকে শেখ বশির আহমেদ (ঘোড়া) কে একক প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি নেতা অপর প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল আমীন চৌধুরীও (দোয়াত-কলম) ১৯দলীয় জোটের প্রার্থী দাবী করছেন। তবে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্বে নিয়োজিত রুহুল কবির রিজভী এক পত্রে নুরুল আমিন চৌধুরীকে দল থেকে বহিস্কার করেছেন। অপর স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মোঃ ছাদিকুর মিয়া তালুকদার (চিংড়ি)।
ভাইস চেয়ারম্যান প্রার্থী খেলাফত মজলিস নেতা আব্দুল জলিল ইউসুফী (বই), আওয়ামীলীগ নেতা নিলেশ দাস (মাইক), আওয়ামীলীগ নেতা প্রিয়তোষ রঞ্জন দেব (বৈদ্যুতিক বাল্ব), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল (টিউবওয়েল), উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আহাদ মিয়া (ঘুড়ি), জামায়াত নেতা মোঃ ইকবাল বাহার খান (চশমা), খেলাফত মজলিস নেতা মোঃ এহতেশামুল হক (উড়োজাহাজ), মোঃ ফারুক আমীন (সিংহ), শেখ মো. ইব্রাহিম খলিল (জাহাজ), স্মৃতি চ্যাটার্জি কাজল (টিয়াপাখী), হাজী শেখ ফরিদ আহামদ (তালা)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেত্রী জাহেনারা আক্তার বিউটি (প্রজাপতি), তানিয়া খানম (পদ্মফুল), মোছা. জেসমিন চৌধুরী (কলস), মোছা. ফেরদৌস আক্তার ঠাকুর (হাঁস), মোছাঃ বেলী ইসলাম (ফুটবল)।
এ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচঙ্গে রয়েছে ৪টি ইউনিয়ন। এ উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৯৫৬ জন। তন্মধ্যে পুরুষ ৯৮ হাজার ৫০৬জন ও মহিলা ১লাখ ৪৫০জন। মোট কেন্দ্র রয়েছে ১০৫টি এবং ভোট কক্ষ ৪৬০টি। ইউনিয়ন ওয়ারী ভোটর সংখ্যা হচ্ছে-১নং বানিয়াচং সদর উত্তর-পূর্ব ইউনিয়নে ভোটার ১৫,৬৫৬জন, ২নং বানিয়াচং সদর উত্তর-পশ্চিম ইউনিয়নে ১৩,৫৮৯জন, ৩নং বানিয়াচং সদর দণি-পূর্ব ইউনিয়নে ১৫,৮১৭জন, ৪নং বানিয়াচং সদর দক্ষিণ-পশ্চিম ইউনিয়নে ১৪,৬৬৯জন , ৫নং দৌলতপুর ইউনিয়নে ১৬,৮৯৩জন, ৬নং কাগাপাশা ইউনিয়নে ১৪,৬৮৮জন, ৭নং বড়ইউড়ি ইউনিয়নে ১১,৪৮৪জন, ৮নং খাগাউড়া ইউনিয়নে ১৪,৬১৮জন, ৯নং পুকড়া ইউনিয়নে ১৪,৭২১জন, ১০নং সুবিদপুর ইউনিয়নে ৯,৩২১জন, ১১নং মক্রমপুর ইউনিয়নে ১৪,৭৬৬জন, ১২নং সুজাতপুর ইউনিয়নে ১২,০০৭জন, ১৩নং মন্দরী ইউনিয়নে ১০,৭৯৩জন, ১৪নং মুরাদপুর ইউনিয়নে ৮,২২৯জন এবং ১৫নং পৈলারকান্দি ইউনিয়নে ১১,৭০৫জন ভোটার।
কেন্দ্র ওয়ারী ভোটার সংখ্যা হচ্ছে-১নং সদর ইউনিয়নে ভোট কেন্দ্র ৮টির মধ্যে সুরভী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৮০৬, দত্তপাড়া বন্যাশ্রয় কেন্দ্রে ২০১৩, দাসপাড়া মক্তবে ১৪৮৮, বড় বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৪৪৫, মীরমহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৪৫৩, ৬নং মজলিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৩২০, জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৫৪৮, কামালখানী মাদ্রাসায় ১৫৮৩, ২নং সদর ইউনিয়নে ভোটকেন্দ্র ৬টির মধ্যে তোপখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩০৩৯, তকবাজখানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৯৯৮, জামেয়া রেদওয়ানা দাখিল মাদ্রাসা ২০৫২, জয়তারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০৫৮, গরীব হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৫২৬, বি,এস,ডি বালিকা মাদ্রাসা ২৯১৬, ৩নং সদর ইউনিয়নে কেন্দ্র ৭টির মধ্যে জাতুকর্ণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৩৯৩, দারুল জান্নাত কুয়ারপাড় আরাবিয়া মাদ্রাসা ১৪৩৪, তাতারী মহল্লা মক্তব ১৯৭৪, চৌধুরী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট ২৮২৪, ডাঃ ইলিয়াছ একাডেমী ২০৭৪, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা ২২৭১, পুরানবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৮৪৭, ৪নং সদর ইউনিয়নে ৭টি কেন্দ্রের মধ্যে যাত্রাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩৩২৫, মবমুথুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৬১৫, রায়েরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০৩৪, তারাসই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১১৩২, বাসিয়াপাড়া মাদ্রাসা ২৮৫২, বানিয়াচং সরকারী এল আর উচ্চ বিদ্যালয় ২০৪৫, শরীফখানী প্রাথমিক বিদ্যালয় ২৬৬৬, ৫নং দৌলতপুর ইউনিয়নে ৭টি কেন্দ্রের মধ্যে দৌলতপুর হাইস্কুলে ৩৮৬৯, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৩৯৩, কাদিরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৫৪৫, তেলঘড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৮৩৩, শাখাইতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৫২২, আড়িয়ামুগুড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৩৮১, করচা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৩৫০, ৬নং কাগাপাশা ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে বাগহাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০৩৪, ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২২৬৯, মাকালকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০৭০, মকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৫৭৭, চমকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৭৪০, ঘোগড়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০৮৭, কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয় ২০৮১, চাঁন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৮৩০, ৭নং বড়ইউড়ি ইউনিয়নে ৭টি কেন্দ্রের মধ্যে ৪৪নং কেন্দ্র বড়ইউড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ২৬৪৭, মদনমুরত সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৫২৮, কদুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৪০৮, নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৫৪৩, কালাইনজুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৯০৬, হলদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৫২৮, দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৯২৪, ৮নং খাগাউড়া ইউনিয়নে ৭টি কেন্দ্রের মধ্যে ৫১নং কেন্দ্র মাদ্রাসায়ে ফয়েজে আম, গুনই ১১৪৩, গুনই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২১৮২, ঘাটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৫৮৬, করচা বড় আব্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৬৮৩, উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫৫, খাগাউড়া ইসলামীয়া মাদ্রাসা ২১৩৭, হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ২১৩২, ৯নং পুকড়া ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে সিকন্দরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৭৭৩, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৬৩৯, দড়ওয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৭৫২, আওয়ালমহল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০৮১, কবিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৯৭৪, ধানকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০৭৯, গিরিশগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৫১২, নাগুড়া ফার্ম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৩৩৪, কৃষ্ণনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৫৭৭। ১০নং সুবিদপুর ইউনিয়নে ৭টি কেন্দ্রের মধ্যে আনোয়ারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬৯২, আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৭৯৭, আথুকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২২৬৫, সুনারু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৭১৬, বলাকীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১২৮৪, নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬৯০, প্রতাপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৮৭৭, ১১নং মক্রমপুর ইউনিয়নে ৯টি কেন্দ্রের মধ্যে মক্রমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৭৪৮, হিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৯৭৫, শাহাপুুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০৮৪, নোয়াপাথারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৯৬৮, মাহতাবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৯৬৭, কেন্দুয়াবহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১১৩৪, দক্ষিণ সাঙ্গর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৬৪৬, ফুলের হাটি মক্তব ১৭৪৮, মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৪৯৬। ১২নং সুজাতপুর ইউনিয়নে ৬টি কেন্দ্রের মধ্যে ইকরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৮৭০, ইকরাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ২০৯১, মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৩৬২, বাজুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৬১৩, হানিফ খান উচ্চ বিদ্যালয় ২২৫৯, শতমুখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৮১২। ১৩নং মন্দরী ইউনিয়নে ৬টি কেন্দ্রের মধ্যে উত্তর সাঙ্গর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৪৭৫, উত্তর সাঙ্গর গুরুগৃহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৫৪২, আগুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১২৬৬, কাউরিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০০২, মন্দরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৩২৬, রাজানগর দুলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১১৮২। ১৪নং মুরাদপুর ইউনিয়নে ৪টি কেন্দ্রের মধ্যে রায় মর্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২১৮০, মুরাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৮২৯, যশকেশরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৬০৮, জামেয়া ইসলামিয়া ফুরকানিয়া মাদ্রাসা ২৬১২। ১৫নং পৈলারকান্দি ইউনিয়নে ৭টি কেন্দ্রের মধ্যেকুমড়ী দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১১২৫, নজরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৫৩৭, দুর্গাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ২৪২১, বিথঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৬৭১, শ্রীমঙ্গলকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১১৫৭, পৈলারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৪২৫, আলমনগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৩৬৯ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com