বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

ইউপি চেয়ারম্যানের উপর হামলা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে বানিয়াচঙ্গের জনপ্রতিনিধিদের মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে সন্ত্রাসী হামলায় বানিয়াচঙ্গ উপজেলার পৈলারকান্দি ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি ফজলুর রহমান খান আহতের ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার ও সচিবগণ। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি শেখ সামছুল হকের সভাপতিত্বে এবং ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি বক্তৃতা করেন বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান শেখ বশির আমেদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, ইউপি চেয়ারম্যান মাওঃ হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রেখাছ মিয়া, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ শামীম, পৈলারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান অঞ্জন সরকার প্রমূখ। এ সময় বক্তরা বলেন ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান খানের উপর সন্ত্রাসী হামলার ২০ দিন পার হয়ে গেলেও অদ্যবতী পর্যন্ত পুলিশ কোন আসামীদের গ্রেফতার করছে না। ইউপি চেয়ারম্যানগন জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। কিন্তু একজন জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির উপর বর্বর হামলা হয়েও পর পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের উপর এ ধরণের আক্রমন হলে পুলিশ কি ধরণের ভূমিকা পালন করেন তা এখনও বুঝা যাচ্ছে। বক্তারা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খানের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। অন্যথায় চেয়ারম্যানরা রাজপথে নামার হুশিয়ারী উচ্চারণ করেন।
উল্লেখ্য, গত ১৩ জুলাই রাতে ফজলুর রহমান খান তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে রাস্তায় সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। হামলায় ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক আশংকা জনক অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফান করেন। বর্তমানে তিনি ঢাকা পুঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার ৩দিন পর আহত ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খানের স্ত্রী শেফা আক্তার ৫ জনকে আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন-হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের নুর মিয়ার পুত্র মহসিন মিয়া, তার ভাই ওয়াসিম, একই গ্রামের শাহিদ মিয়ার পুত্র মোঃ পারভেজ মিয়া, সানু মিয়ার পুত্র তপু মিয়া ও শহরের দক্ষিণ শ্যামলী এলাকার আনোয়ার শরীফের পুত্র মির্জা আনোয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com