শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

বাহুবল মডেল থানা পরিদর্শনকালে জয়দেব কুমার ভদ্র বলেন ॥ পুলিশ ও জনতা এক কাতারে দাঁড়িয়ে কাজ করলে সমাজ থেকে অপরাধ চিরতরে বন্ধ হবে

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮
  • ৪১০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ পুলিশ ও জনতা এক কাতারে দাঁড়িয়ে কাজ করলে সমাজে ঘটতে থাকা বিশৃংখলা, দাঙ্গা-হাঙ্গামা, অতিরিক্ত হারে মাদকের চোবলসহ সকল প্রকার অপরাধ চিরতরে বন্ধ করা সম্ভব। পুলিশের একার পক্ষে এতো সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বাহুবল মডেল থানায় পরিদর্শনে আসলে এ কথাগুলো বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামছুর রহমান ভূইয়া, বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর, ট্রাফিক ইন্সপেক্টর ফারুক আল মামুন ভুইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম, নির্বাহী সদস্য এফ আর হারিছ, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক আসকার আলী, সদস্য সচিব সুহেল আহমেদ, ডিএনআই মডেল হাই স্কুলের সহকারি শিক্ষক আবুল ফজল, আওয়ামীলীগ নেতা আকবর আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোঃ আলাউদ্দিন ও আব্দুল মন্নান প্রমুখ।
অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র আরও বলেন, পুলিশকে ভাল কাজ করতে হলে প্রতিনিয়ত মানুষের কাছাকাছি দৌড়াতে হবে। নিজের কাজ দ্বারা মানুষের মন জয় করে নিতে হবে।
তিনি বলেন, আমি হবিগঞ্জ পুলিশ সুপার থাকাবস্থায় এ জেলার অপরাধ প্রবনতা কমাতে নানামূখী প্রদক্ষেপ হাতে নিয়েছিলাম। স্ব-উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বাচ্ছাদেরকে অপরাধে না জড়ানোর জন্য পরামর্শ প্রদান করেছি। এতে অনেকটা সফলতাও পেয়েছিলাম। এ জন্য এ জেলার মানুষ আমাকে মন থেকে ভালবাসে। আমি মনে করি পুলিশের পোশাক পড়ে যতটা মানুষের সেবা করা যায় ততটা সেবা আর কোন পেশা দ্বারা করা সম্ভব নয়। আমি এ জেলায় কর্মরত থাকাবস্থায় বিনা পয়সায় কনস্টেবল নিয়োগ দিয়েছি। আমি খোঁজে খোঁজে যোগ্যতা সম্পন্নদের পুলিশে নিয়োগ দেয়ার চেষ্টা করেছি। তাছাড়া এ জেলায় মারামারি, মদ-গাঁজা, হিরোইন, ইয়াবা ও জুয়া বন্ধে দিন রাত কাজ করেছি। যার ফলসরূপ জেলার অপরাধ প্রবনতা অনেকাংশে হ্রাস পেয়েছে।
সোমবার সন্ধ্যায় অতিরিক্ত ডিআইজি বাহুবল মডেল থানায় এসে পৌছলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামছুর রহমান ভূইয়া ও বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী তাঁকে ফুল দিয়ে বরণ করেন। পরে অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে বাহুবল মডেল থানা পুলিশ অতিরিক্ত ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com