শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ পৌরসভার ৩ বছর পূর্তি অনুষ্ঠানে এমপি আবু জাহির মেয়রের সাহসী উদ্যোগের কারনেই কোটি কোটি টাকার সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে হবিগঞ্জে স্টেকহোল্ডারগনের সমন্বয়ে বিভাগীয় কমিশনারের অবহিত করণ সভা খোশ আমদেদ মাহে রমজান কদমচাল দরবার শরীফের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাখাইয়ে ডাকাতি মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৬ লন্ডনস্থ নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের ইফতার মাহফিল মাধবপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশটিভির প্রতিনিধি আমির হামযার মোটর সাইকেল চুরি বানিয়াচংয়ে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতার মাহফিল

আজ হবিগঞ্জ-নবীগঞ্জ-লাখাই-আজমিরীগঞ্জ উপজেলায় ভোট উৎসব ॥ কেন্দ্র ২৮৭টি ॥ ঝুকিপূর্ণ ১৪২টি

  • আপডেট টাইম রবিবার, ২৩ মার্চ, ২০১৪
  • ৪৫৯ বা পড়া হয়েছে

আব্দুল হালীম ॥ আজ ভোটারদের উৎসবের দিন। এতদিন ধরে যেসব প্রার্থী প্রচার প্রচারণায় ক্লান্তিহীন পরিশ্রম করেছেন তাদের ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। মাত্র কয়েক ঘন্টা পরই ফলাফল নির্ধারণ হবে। অবসান হবে সব জল্পনা কল্পনার। কেউ হাসবেন, আবার কেউ বা হবেন ভীষন্ন।
আজ হবিগঞ্জ সদর, নবীগঞ্জ, লাখাই ও আজমিরীগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪টি উপজেলায় ২৮৭টি কেন্দ্রের মধ্যে ১৪২টি কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া Untitled-1 copy 2শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আর্ম পুলিশ ও আনসারসহ ৪৬২১ জন আইনশৃংখলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। গতকালই কেন্দ্রে কেন্দ্রে সকল মালামাল পাঠানো হয়েছে। নিরপত্তার দায়িত্বে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী গতকাল থেকেই কেন্দ্রে অবস্থান করতে দেখা গেছে। নির্বাচন সম্পর্কিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
হবিগঞ্জ সদর উপজেলা
Untitled-1 copyহবিগঞ্জ জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক (ঘোড়া), আওয়ামীলীগের মোতাচ্ছিরুল ইসলাম (আনারস), বিএনপি’র গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল (দোয়াত কলম), এলডিপি’র আব্দুল হাছিব চৌধুরী (টেলিফোন) ও কামাল উদ্দিন আহম্মদ (কাপ-পিরিচ)। ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৪ জন। তারা হলেন স্বতন্ত্র প্রর্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান (টিউবওয়েল), বিএনপি’র Untitled-3মাহবুবুর রহমান আউয়াল (তালা), আওয়ামীলীগের মোঃ নুরুল আমিন ওসমান (উড়োজাহাজ) এবং বিএনপি’র বিদ্রোহী প্রার্থী সৈয়দ তানবির আহম্মদ জুয়েল (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৩ প্রার্থী। তারা হলেন আওয়ামীলীগের ফেরদৌস আরা বেগম (ফুটবল), বিএনপি’র সুরাইয়া আক্তার খানম রাখি (কলস) ও নুরুন্নাহার শিমুল (হাঁস)। বিএনপি’র দুই প্রার্থীই নিজেদের বিএনপি মনোনিত বলে দাবি করেন। হবিগঞ্জ থানা ও শায়েস্তাগঞ্জ থানা নিয়ে গঠিত হবিগঞ্জ সদর উপজেলার মোট ভোট কেন্দ্র ৮৯টি। এর মধ্যে ৪১টি কেন্দ্র ঝূঁকিপূর্ণ। ১০টি ইউনিয়ন ও দুই পৌরসভার ৯৯টি ওয়ার্ডের মোট ভোটার এক লাখ ৯৭ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার চার জন ও ৯৮ হাজার ৪৫৫ জন নারী ভোটার।
নবীগঞ্জ উপজেলা ঃ
নবীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন আওয়ামীলীগের একক প্রার্থী মোঃ আলমগীর চৌধুরী (দোয়াত কলম), স্বতন্ত্র আব্দুল হাই (আনারস), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিস্কৃত ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া), আওয়ামীলীগের বিদ্রোহী বহিস্কৃত প্রার্থী মুজিবুর রহমান (টেলিফোন), বিএনপি’র একক প্রার্থী মুজিবুর রহমান সেফু (চিংড়ি মাছ), জামায়াতের মাসুদ আহমদ জিহাদী (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী শামীম (হেলিকপ্টার), মোঃ আব্দুস সহিদ (কাপ পিরিচ) ও ইংল্যান্ড প্রবাসী মোঃ মইনুল আমিন (ফেজটুপি)। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী বশির আহমেদ চৌধুরী (চশমা), আওয়ামীলীগের মোঃ আক্তার মিয়া (বই), আওয়ামী লীগের মোঃ রফিক মিয়া (বৈদ্যুতিক বাল্ব), বিএনপি’র মোঃ রায়েছ চৌধুরী (মাইক), জামায়াতের মৌলানা আশরাফ আলী (টিউবওয়েল), স্বতন্ত্র প্রার্থী রনজু দেব (তালা), খেলাফত মজলিসের শাহ আলম (উড়োজাহাজ), আওয়ামীলীগের শাহ কামাল আহমদ (টিয়াপাখি) ও স্বতন্ত্র প্রার্থী শাহ গোলাম মোর্শেদ (জাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন আওয়ামীলীগের দিলারা হোসেন (ফুটবল), আওয়ামীলীগের মোছাঃ শিরিনা আখতার (কলস) ও স্বতন্ত্র প্রার্থী নাজমা বেগম (হাঁস)। এ উপজেলার ১১৫টি কেন্দ্রে ভোটার রয়েছেন ২ লাখ ৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৬৯ ও মহিলা ১ লাখ ৬ হাজার ৪২৯ জন। ১১৫টি কেন্দ্রের মধ্যে ১নং বড় ভাকৈর এবং ৭নং করগাওঁ ইউনিয়নসহ ৭৬টি কেন্দ্র অধিক ঝুকিঁপূর্ণ চিহ্নিত করা হয়েছে।
লাখাই উপজেলা ঃ
লাখাই উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামীলীগ নেতা আবুল হাসেম মোল্লা (দোয়াত কলম), আওয়ামীলীগ নেতা বর্তমান চেয়ারম্যান রফিক আহমেদ (হেলিকাপ্টার), আওয়ামীলীগ নেতা মুশফিউল আলম আজাদ (ঘোড়া), আওয়ামীলীগ নেতা অমরেন্দ্র লাল রায় (টেলিফোন), বিএনপি’র প্রার্থী অ্যাডভোকেট ছালেহ উদ্দিন আহমেদ (কাপ-পিরিচ), বিএনপির বিদ্রোহী প্রার্থী মোঃ ওয়াহেদউজ্জামান আগা মিয়া (আনারস), বিএনপি নেতা তাজুল ইসলাম মোল্লা (মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আখতার আহাদ চৌধুরী (চিংড়ি মাছ) ও মৌলানা আব্দুল কদ্দুস (ফেজ টুপি)। এ উপজেলায় মুশফিউল আলম আজাদ ও আবুল হাশেম মোল্লা দুজনই আওয়ামীলীগের একক প্রার্থী বলে দাবি করছেন। অপরদিকে অ্যাডভোকেট ছালেহ উদ্দিন আহমেদ ও ওয়াহেদউজ্জামান আগা মিয়া নিজেদের বিএনপি’র একক প্রার্থী হিসেবে দাবি করছেন। ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বিএনপি’র এসআর তালুকদার শাহনুর (মাইক), আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম আলম (তালা), আওয়ামীলীগ নেতা মুর্শেদ কামাল চৌধুরী (টিউবওয়েল), আওয়ামীলীগ নেতা সুমন ভূইয়া (চশমা), আওয়ামীলীগ নেতা শফিউল আলম (টিয়াপাখি)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামীলীগের মোছাঃ নুরুন্নাহার বেগম (পদ্মফুল), আওয়ামীলীগের মোছাঃ ফয়েজুন্নেছা (ফুটবল), বিএনপি’র মোছাঃ রেহেনা বেগম (হাঁস) ও আওয়ামীলীগের স্বপ্না রানী আচার্য্য হেপী (কলস)। এ উপজেলায় ৩৯টি কেন্দ্রে ভোটার রয়েছেন ৯০ হাজার ৭৬৪ জন। এর মধ্যে পুরুষ ৪৪ হাজার ৯২৯ ও মহিলা ৪৫ হাজার ৮৩৫ জন। এদিকে ওই উপজেলার ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩০ কেন্দ্রই ঝুকিপূর্ন বলে জানান নির্বাচন কমিশন।
আজমিরীগঞ্জ উপজেলা ঃ
আজমিরীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন বিএনপি’র প্রার্থী রওশন মোশাররফ (ঘোড়া), আওয়ামীলীগের মোঃ মিসবাহ উদ্দিন ভূইয়া (কাপ পিরিচ), আওয়ামীলীগের বিদ্রোহী মোঃ আতর আলী মিয়া (মোটর সাইকেল) এবং বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মোঃ হাবিবুর রহমান (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন বিএনপি’র ডাঃ মোঃ আব্দুল হাই (টিউবওয়েল), বিএনপি’র মোঃ শিরুল আমীন চৌধুরী (চশমা), আওয়ামীলীগের প্রদীপ কুমার রায় (তালা), আওয়ামীলীগের মোঃ নজমুল হাসান (উড়োজাহাজ), আওয়ামীলীগের হীরেন্দ্র পুরকায়স্থ (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন আওয়ামীলীগের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিসেস হেনা বেগম (কলস) ও স্বতন্ত্র প্রার্থী রোকসানা আক্তার (হাঁস)। পাঁচ ইউনিয়ন ও এক পৌরসভার ৫৪ ওয়ার্ডের আজমিরীগঞ্জ উপজেলার ৪৪টি ভোট কেন্দ্রের মধ্যে ঝূঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৪টি। মোট ভোটার ৭০ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ৩৫ হাজার ৩৮১ জন ও ৩৫ হাজার ১২৯ জন নারী ভোটার।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে অনুষ্টানের লক্ষে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আইন শৃংখলা নিয়ন্ত্রনে সেনা বাহিনী, র‌্যাব, পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে তারা কাজ করবেন। কোথাও কোন নাশকতার আশংকা নেই বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com