বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন প্রচারণা শেষ ॥ লড়াই হবে ত্রিমুখী

  • আপডেট টাইম শনিবার, ২২ মার্চ, ২০১৪
  • ৫৪১ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে মাঠে-ঘাটে জমে উঠেছে নির্বাচনী উৎসব। শেষ মুহুর্তের কৌশলে ব্যস্ত দুইজোট। উন্নয়নের প্রতিশ্র“তি নিয়ে ক্ষমতাসীন নেতারা দৌড়ঝাপ করছেন। মাঠ চষে বেড়াচ্ছেন ১৯দলীয় জোটের তৃণমূল নেতাকর্মী। ১৯ দলীয় জোটের একক প্রার্থী মুজিবুর রহমান শেফু, ক্ষমতাসীন জোট মনোনীত আলমগীর চৌধুরী, আওয়ামীলীগের দুই বিদ্রোহী এবং স্বতন্ত্র এক প্রার্থীসহ চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে ২১জন প্রার্থীর বিরামহীন প্রচারণায় জম্বেশ লড়াই শুরু হয়েছে। ভোটার ম্যানেজে চলছে মহড়া। বাতাসে উড়ছে টাকা। এনিয়ে কমিশন নির্বিকার। এ উপজেলায় ১৩টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার মধ্যে দু’টি ইউনিয়নকে ঝুকিপূর্ণ হিসেবে সনাক্ত করা রয়েছে। আওয়ামীলীগের পথের কাটা আওয়ামীলীগ। ২ বিদ্রোহী প্রর্থীকে বহিষ্কার করেও কি দলীয় প্রার্থী সুবিধাজনক অবস্থানে আছেন, এ নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ। নির্বাচনে ক্ষমতাসীন জোটের বিজয় আনতে নিয়োজিত সাবেক সেনা কর্মকর্তা কর্ণেল (অবঃ) কানিজ ফাতিমা সক্রিয় রয়েছেন। মাঠে খোঁজ খবর নিচ্ছেন। সিলেট বিভাগে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন সাবেক ওই সেনা কর্মকর্তা। চেয়ারম্যান পদে ত্রিমুখী, ভাইস চেয়ারম্যান পদে দ্বিমুখী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াইর আভাস পাওয়া গেছে ভোটারদের সাথে আলাপ করে। উপজেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, ২০১১ সালের ২৭ জানুয়ারীর উপ-নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬২ জন। সর্বশেষ তালিকাভুক্তিতে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১২ হাজার ১৮০ জন। সহকারী রিটার্নিং অফিস সূত্র জানায়, ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র ভিত্তিক ৫৪৩টি স্থায়ী এবং ৬টি অস্থায়ী বুথে ভোট নেয়া হবে। হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ জনপদ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯জন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ১৯ দলীয় জোটের একক প্রার্থী থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু (চিংড়ি মাছ), ক্ষমতাসীন জোট মনোনীত হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী (দোয়াত-কলম), আওয়ামীলীগের বিদ্র্রোহী প্রার্থী যুবলীগ সাধারণ সম্পাদক ও বর্তমান (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিমের (ঘোড়া) ঘোড়া প্রতীকে ত্রিমুখী লড়াই জমে উঠেছে। চেয়ারম্যান পদে বিদ্রোহী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান (টেলিফোন), প্রবাসী কমিউনিটি লিডার মঈনুল আমিন বুলবুল (ক্যাপ) সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ জিহাদী (মোটর সাইকেল), মিজানুর রহমান চৌধুরী শামীম (হেলিকপ্টার), সাবেক চেয়ারম্যান আবদুল হাই (আনারস), আবদুস শহীদ সাহিদ মিয়া (কাপ-প্লেইট) প্রতীক নিয়ে লড়ছেন।
ভাইস চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী নেই। ওই পদে ক্ষমতাসীন জোট প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আকতার মিয়া ছোবা (বই), উপজেলা জামায়াতের আমীর মাওলানা আশরাফ আলী (টিউবওয়েল), খেলাফত মজলিস নেতা (একাংশ) মাওলানা শাহ আলম (উড়োজাহাজ), যুবলীগ নেতা শাহ গোলাম মোর্শেদ (জাহাজ), রায়েছ চৌধুরী (মাইক) রফিক মিয়া (বাল্ব), রঞ্জু দেব (তালা), শাহ কামাল আহমদ (টিয়া পাখি), বশির আহমদ চৌধুরী (চশমা) প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। এখানে বই এবং টিউবওয়েলের লড়াই জমে উঠেছে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামীলীগ প্রার্থী দিলারা হোসেন (ফুটবল), স্বতন্ত্র প্রার্থী নাজমা বেগম (হাঁস), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোছাঃ শিরিনা আখতারের (কলস) প্রতীকে ত্রিমুখী লড়াই হবে।
নির্বাচনকে ১৯ দলীয় জোট এবং মহাজোটের স্থানীয় শীর্ষ নেতারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। বিদ্রোহ দমনে চিন্তিত রয়েছে ক্ষমতাসীন জোট। তবে শেষ মুহুর্তে পাল্টে যেতে পারে নির্বাচনের চিত্র। শক্তির মহড়ায় শংকিত ভোটার। শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় সাধারণ ভোটার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com