শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই-জিকে গউছ

  • আপডেট টাইম রবিবার, ৮ জুলাই, ২০১৮
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই। গণআন্দোলন ছাড়া এই জালিম সরকারের কারাগার থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। আর বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত না হলে দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরে আসবে না।
তিনি গতকাল শনিবার বিকালে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মেয়র জি কে গউছ বলেন, মিথ্যা অভিযোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি পরিত্যাক্ত কারাগারে আটকে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আওয়ামীলীগ সরকার। শীঘ্রই কেন্দ্র থেকে কঠিন আন্দোলনের ঘোষণা আসবে। কেন্দ্রীয় কর্মসূচী আসলেই যার যার অবস্থান থেকে রাজপথে ঝাপিয়ে পড়তে হবে। তৃণমুল পর্যায়ে দলকে সংগঠিত করতে হবে।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, অলিউর রহমান মেম্বার, কাজী শামছু মিয়া, হাজী মতিউর রহমান মতিন, ডাঃ আকিকুল ইসলাম বকুল, মিনহাজ উদ্দিন, এডভোকেট আফজাল হোসেন, অলিউর রহমান মানিক, আমিনুল ইসলাম ফটিক, মোঃ ফারুক মিয়া, আবুল কালাম, শফিকুর রহমান শফিক, আব্দুর রউফ, আব্দুস সোবান, ইলিয়াছ আহমেদ, মোঃ শামছু মিয়া, আব্দুর রউফ বাচ্চু, সালাহউদ্দিন, এ জেড এম ইকবাল, শাহিন মিয়া, আলী আহমেদ, শাহ আলম, কবির আহমেদ কাজল, মোস্তফা মিয়া, সেলিম আহমেদ, আব্দুস সহিদ, আব্দুল মজিদ, মখলিছুর রহমান, জাহির আহমেদ, গিয়াস উদ্দিন, রেহান মেম্বার, কামাল চৌধুরী, আফরোজ মিয়া, আশিকুর রহমান, মখলিছুর রহমান, আব্দুল জলিল, জাহির আহমেদ, ইছাক মিয়া, মোঃ নুর ইসলাম, আব্দুল আওয়াল মেম্বার, আব্দুল মোতাকাব্বির মজনু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com