শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী

  • আপডেট টাইম বুধবার, ৪ জুলাই, ২০১৮
  • ৪৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এনটিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ শাহ ফখরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ সাগর, এয়ারলিংক ক্যাবল টিভি নেটওয়ার্কের চেয়ারম্যান নাজমুল আনাম খান তুহিন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান, গোলাম মোস্তফা রফিক, মোঃ ফজলুর রহমান, অ্যাডঃ রুহুল হাসান শরীফ, মোহাম্মদ নাহিজ, বিশিষ্ট কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, রোটারিয়ান বাদল রায়, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের সেক্রেটারী জাহেদুল ইসলাম, রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই’র চার্টার প্রেসিডেন্ট ডাঃ এসএস আল-আমীন সুমন, প্রথম আলোর জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, এটিএন বাংলা প্রতিনিধি এমএ হালিম, সময় টিভির জেলা প্রতিনিধি রাশেদ আহমদ খান, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, একাত্তর টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী, নিউজ ২৪ ফোর প্রতিনিধি শ্রীকান্ত গোপ, একুশে টিভির জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, মাতৃছায়া কেজি এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা বন্ধু মঙ্গল রায়, দৈনিক আজকের হবিগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদ, দৈনিক লোকালয় বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল হক সোহেল, দৈনিক খোয়াইর বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, জিটিভি জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, এসএ টিভি প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, বিজয় টিভির ইলিয়াছ আলী মাসুক, ফোকাস বাংলার জেলা প্রতিনিধি রনু বিশ্বাস, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি বদরুল আলম, চ্যানেল নাইন প্রতিনিধি সুকান্ত গোপ, চ্যানেল ২৬ প্রতিনিধি এসকে সাগর, বাংলাদেশ সংবাদের জেলা প্রতিনিধি ফয়সল চৌধুরী, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মোঃ মামুন চৌধুরী, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি এমএ কাদির, দৈনিক খোয়াইর স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম, হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা শিউলী রানী দাস, সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াছমিন, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সায়লা খানম, প্রভাষক সাদিউরুজ্জামান খান জুসেফ, রোটারিয়ান শাহ মোঃ আরজু, প্রিয়ডট কমের জেলা প্রতিনিধি এম সজলু, দৈনিক হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরী, মাসুম বিল্লাহ, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার কাজী মিজানুর রহমান, দৈনিক হবিগঞ্জের জননীর স্টাফ রিপোর্টার এএম শাহ আলম, হবিগঞ্জ জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের পরিচালক আল-আমিন চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, এনটিভি একটি জনপ্রিয় টিভি চ্যানেল। এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে টিভি কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, এই চ্যানেলটি অত্যন্ত নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশন করছে। পাশাপাশি বিনোদনের দিক থেকেও চ্যানেলটি অনেক এগিয়ে রয়েছে। বক্তারা আরো বলেন, এনটিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী শুরু থেকেই এ টেলিভিশনটিতে দতার সাথে কাজ করে যাচ্ছেন। বক্তারা প্রতিষ্ঠা বার্ষিকীতে চ্যানেলটির কর্তৃপক্ষ ও হবিগঞ্জ প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরীকে অভিনন্দন জানান এবং সাংবাদিকদের মাধ্যমে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জের খোয়াই নদীটি সংস্কার না করায় নদীর বাঁধগুলো ঝঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। গত বছর ২০ জুলাই ও এ বছর ঈদের আগের দিন-রাত খোয়াই নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে শহরবাসীর মধ্যে আতংক দেখা দেয়। সাম্প্রতিককালে নদীর পানি নেমে যাবার সময় কয়েকটি বাড়ি-ঘর ধ্বসে পড়েছে। আরো বিভিন্ন স্থানে নদী ধ্বসে পড়ছে। এসব কারণে লোকজন আতংকের মধ্যে থাকেন। খোয়াই নদীর পুরো বাঁধ টেকসই করতে হলে বড় ধরণের প্রকল্প গ্রহন করতে হবে। ওই প্রকল্প বাস্তবায়নের জন্য ইতোমধ্যে আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। কর্তৃপক্ষ এ প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা করছেন। এরই মধ্যে খোয়াই নদীর বিভিন্ন স্থানে বাঁধ সংস্কারের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। এই বরাদ্দকৃত টাকা দিয়ে বাঁধের সংস্কার যাতে সঠিকভাবে হয়, সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেন- এনটিভির রাত সাড়ে ১০টার সংবাদটি নিয়মিত দেখি। এনটিভি নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করে জনপ্রিয়তা অর্জন করেছে। তিনি বলেন- অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলোচনা শেষে অতিথিবৃন্দ এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাডস কেজি এন্ড হাই স্কুলের শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন এবং হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষিকা শিউলী রানী দাশ তার দল নিয়ে সঙ্গীত পরিবেশন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com