মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ হবিগঞ্জ জেলাকে এগিয়ে নিতে ভূমিকা রয়েছে সাংবাদিকদের

  • আপডেট টাইম সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৪২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, আধুনিকায়ন এবং তথ্য প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার দেশকে নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়। আর এই অগ্রগতিতে অসামান্য ভূমিকা রয়েছে সংবাদ মাধ্যমের। তিনি বলেন, হবিগঞ্জকে এগিয়ে নিতে দিনরাত কাজ করে যাচ্ছি। এরই মাঝে শেখ হাসিনা মেডিকেল কলেজ, আধুনিক স্টেডিয়াম, আড়াইশ’ শয্যার হাসপাতাল, শিক্ষা-স্বাস্থ্য, বিদ্যুৎসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সম্পাদন করেছি। আর এই সকল কাজে ভূমিকা রয়েছে সাংবাদিকদেরও। গতকাল রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশের শীর্ষ অনলাইন পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, ইতোমধ্যে হবিগঞ্জ মেডিকেল কলেজের জন্য ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। অচিরেই শেখ হাসিনা মেডিকেল কলেজ পাবে পূর্ণাঙ্গ রূপ। এতে হবিগঞ্জের সাধারণ মানুষেরা উপকৃতি হবেন। গুরুতর অসুস্থ হলে কাউকে যেতে হবে না ঢাকা-সিলেট। হবিগঞ্জেই নিশ্চিত হবে উন্নত চিকিৎসা। এ সময় তিনি হবিগঞ্জ জেলার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার সংবাদ পরিবেশন করে উন্নয়নে ভূমিকা রাখায় বাংলানিউজ পরিবারসহ হবিগঞ্জের সকল সাংবাদিকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শরুতেই স্বাগত বক্তব্য রাখেন বাংলানিউজের হবিগঞ্জ প্রতিনিধি বদরুল আলম। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি আবু জাহির। পরে এক বার্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ঈসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এবং কালেরকণ্ঠ হবিগঞ্জ প্রতিনিধি এডঃ শাহ ফখরুজ্জামানের পরিচালনায় র‌্যালিপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডঃ শফিকুর রহমান চৌধুরী, মোঃ ফজলুর রহমান, এডঃ রুহুল হাসান শরীফ, হারুনুর রর্শিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জের ভিপি জিপি এডঃ আব্দুল মোছাব্বির বকুল, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মসুদ প্রমুখ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, ভোরের কাগজের জেলা প্রতিনিধি শফিকুল হক চৌধুরী, প্রথম আলোর জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, বাংলাদেশ টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক দেশজমিন সম্পাদক মোঃ আলমগীর খান, জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, সময় টিভি’র হবিগঞ্জ প্রতিনিধি রাশেদ আহমদ খান, হবিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, সদস্য নুরুজ্জামান ভূইয়া মামুন, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল হালিম, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, মোহাম্মদ নূর উদ্দিন, নব-নির্বাচিত সভাপতি প্রদীপ দাস সাগর, সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, এডঃ মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়ন মোঃ আসাদুজ্জামান, এডঃ মোঃ আবু জাহির এমপি’র ব্যক্তিগত সহকারী এবং সাবেক জেলা ছাত্রলীগ নেতা সুদীপ দাশ, দৈনিক খোয়াইর বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, দৈনিক খোয়াইর স্টাফ রিপোর্টার রনু বিশ্বাস, দৈনিক যায়যায়দিনের হবিগঞ্জ প্রতিনিধি মোঃ নূরুল হক কবির, এশিয়ান টিভি’র হবিগঞ্জ প্রতিনিধি এসএম সুরুজ আলী, হবিগঞ্জ এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ, এসএ টিভি’র হবিগঞ্জ প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, চ্যানেল নাইনের হবিগঞ্জ প্রতিনিধি সুকান্ত গোপ, সংবাদ প্রতিদিনের হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, দৈনিক মুক্ত তথ্যের জেলা প্রতিনিধি কেএমএ ওয়াহাব নাঈমী, করাঙ্গী নিউজের সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, দৈনিক আজকের হবিগঞ্জের স্টাফ রিপোর্টার এনামুল হক সায়েম, জননী পত্রিকার স্টাফ রিপোর্টার এম শাহ আলম, সহিবুর রহমান, করাঙ্গী নিউজের নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন, দৈনিক দেশজমিনের বিশেষ প্রতিনিধি আব্দুল কদ্দুছ বিশ্বাস, স্টাফ রিপোর্টার সৈয়দ সালিক আহমেদ, করাঙ্গী নিউজের স্টাফ রিপোর্টার শারমিন জাহান লিপি, সত্যের সংবাদের সম্পাদক নায়েব হোসাইন, ছাত্রলীগ কর্মী সুব্রত তালুকদার, মহিউদ্দিন আহমেদ রিপন, সংস্কৃতি কর্মী ওসমান গনি রুমি, তারুণ্য সোসাইটির সভাপতি আবিদুর রহমান রাকিব, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য আফছানা, প্রিয়াঙ্কা, বৃষ্টি, সাইফ, মোজাম্মেল, আসিফসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com