বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

নবীগঞ্জের মেডিকা হসপিটালকে আতুড় ঘরেই গলা টিপে হত্যার অপচেষ্টা চালাচ্ছে কুচক্রী মহল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮
  • ৪৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জের নব প্রতিষ্ঠিত মেডিকা হসপিটালের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি কুচক্রী মহল। ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না আশংকায় ওই মহলটি মেডিকা হসপিটালকে আতুড় ঘরেই গলা টিপে হত্যা করার অপচেষ্টা চালাচ্ছে। যাত্রা শুরুর মাত্র এক মাস এখনো পূর্ণ না হলে ও রোগী সেবায় সুধিমহলের নজর কেড়েছে মেডিকা হসপিটাল। বাণিজ্য নয় সেবার মনোবৃত্তি প্রদর্শন করে মেডিকার চিকিৎসা কর্মীরা রোগী সাধারণের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছেন তাতে মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এ প্রতিষ্ঠানকে ঘিরে মানুষের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। মেডিকা হসপিটালে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীরা এখন সিলেট বা অন্য কোন জায়গায় না গিয়ে সপ্তাহের প্রায় প্রতিদিনই বিশেষজ্ঞ চিকিৎসক ও উন্নতমানের ডায়াগনস্টিক সেন্টারের সুবিধা পাচ্ছেন। উন্নত ও আধুনিক সেবা প্রদানের মাধ্যমে মেডিকা সাধারণ মানুষের মনোযোগ আকর্ষন করতে সক্ষম হয়েছে। নবীগঞ্জবাসীর চিকিৎসা সুবিধা নিশ্চিতের প্রত্যয় নিয়ে গত ৪ জুন মেডিকা হসপিটালের যাত্রা শুরু হলে সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি মানুষের আস্থা অর্জনে সুদৃঢ় অবস্থান সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেডিকার চিকিৎসা কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সুবিধা নিশ্চিত হওয়ায় মেডিকার প্রতি মানুষের আগ্রহ, ভালোবাসা ও আন্তরিকতা বৃদ্ধি পাচ্ছে। আর এতেই দিশেহারা হয়ে পড়েছে কুচক্রি মহল। তারা মেডিকাকে সমাজে বিতর্কিত করার হীন উদ্দেশ্যে নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। ওই মহলটি মেডিকার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এর ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালিয়ে য”চ্ছ। রোগীরা যাতে এ প্রতিষ্ঠানে চিকিৎসা সুবিধা গ্রহণ করতে না আসে তার জন্যই তারা নানা অপপ্রচারে মেতে উঠেছে। একটি নবজাতক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ ডাঃ এসকে ঘোষ মেডিকা হসপিটালে জনৈকা রেবিনা বেগমকে সিজারিয়ান অপরেশন করলে তিনি যে শিশুর জন্ম দেন তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটের মা-মনি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুটি মারা যায়। তাই ওই শিশুর মৃত্যুর জন্য সিলেটের মা-মনি হাসপাতাল ও ওসমানী মেডিকেল হাসপাতাল এর উপর দায় না চাপিয়ে সম্পূর্ণ দোষ চাপানো হচ্ছে মেডিকা হসপিটালের উপর। অথচ ওই শিশুটি মেডিকা হসপিটালে মারা যায় নি। ওই শিশুর মা রেবিনা বেগম মেডিকাতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তিনি বা তার পরিবারের কেউ শিশুটির মৃত্যুর জন্য মেডিকাকে দায়ী না করলেও দায়ী করছে ওই কুচক্রী মহল। এ যেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি। শুধু তাই নয় ওই কুচক্রী মহল নবজাতক শিশু মৃত্যুর ঘটনাটি ফুলিয়ে ফাপিয়ে প্রচার করে মেডিকা হসপিটালের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা চালাচ্ছে। মেডিকা হসপিটল কর্তৃপক্ষ জানিয়েছেন নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে উন্নত চিকিৎসা সুবিধা এবং রোগ নির্ণয়য়ের নানা পরীক্ষা নীরিক্ষার মাধ্যমে রোগীদের সঠিক রোগ নির্ণয়ে কাজ করছে মেডিকা। এ ছাড়া সিজারিয়ান অপারেশন, এপেন্ডেসাইটিস এবং পিত্ততলির পাথর অপরেশন সহ নানা জটিল অপারেশন মেডিকা হসপিটালে করা হচ্ছে। রোগী সেবায় অঙ্গীকারবদ্ধ মেডিকা হসপিটাল কোন অপপ্রচারে ভীত নয়। সব ধরণের গোয়েবলসীয় অপপ্রচারের মোকাবেলা করে এগিয়ে যাবে মেডিকা। নবীগঞ্জ বাসীর ভালোবাসাই মেডিকার এক মাত্র অবলম্বন। কর্তৃপক্ষ জানান আমরা এখানে বিনিয়োগ করেছি জনসাধারণের চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য। ব্যবসায়িক স্বার্থকে আমরা বড় করে দেখছিনা মানুষ যাতে সিলেট বা অন্য কোথাও গিয়ে চিকিৎসা নিতে বেগ পেতে না হয় তার জন্যই মেডিকা হসপিটাল যাত্রা শুরু করেছে। আমাদের চিকিৎসা সেবায় রোগীরা যে ভাবে সাড়া দিচ্ছেন তাতে আমরা অভিভূত। প্রতিদিন হসপিটালে রোগীদের যে ভাবে ভীড় লেগে থাকে তাতে প্রতিয়মান হয় এ হসপিটালের প্রতি মানুষের আন্তরিকতার ঘাটতি নেই। আমরা জনসাধারণের এই অনুভূতিকে সম্মান জানাই। তাদের ভালোবাসাকে বুকে ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই। মেডিকার চলার পথে আমরা সকলের সহযোগিতা চাই-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com