মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে আওয়ামী লীগের দুই নেতার নির্বাচনী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ২০ রাজধানীর উত্তরা এলাকায় পুলিশের বিশেষ অভিযান ॥ নবীগঞ্জের কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী শাফি গ্রেফতার বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নাট্যকর্মীদের অবদান অনস্বীকার্য- এমপি আবু জাহির পুলিশের দায়েরকৃত মামলায় যুবদল ও ছাত্রদলের চার নেতা কারাগারে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তারকে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা খোশ আমদেদ মাহে রমজান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের প্রবাসী যুবক নিহত প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় নবীগঞ্জের সাংবাদিক মতিউর মুন্নাকে গ্রিসে বাংলাদেশ দূতাবাসের সম্মাননা প্রদান মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর নদী থেকে হৃদয়ের লাশ উদ্ধার ক্যান্সারে আক্রান্ত সাবেক চেয়ারম্যান সত্যজিত দাশকে বাচাতে এগিয়ে আসুন

নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের নবগঠিত কমিটির পাল্টা সংবাদ সম্মেলন ॥ ছাত্রলীগের নামে কুরুচিপুর্ণ বক্তব্য প্রত্যাহার না করলে আইনী ব্যবস্থা

  • আপডেট টাইম শনিবার, ২৩ জুন, ২০১৮
  • ৩৮৯ বা পড়া হয়েছে
bty

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের নবগঠিত কমিটি থেকে বঞ্চিত নেতাদের সংবাদ সম্মেলনের প্রতিবাদে গতকাল শুক্রবার পাল্টা সংবাদ সম্মেলন করেছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। নবীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়সল তালুকদার। তিনি বলেন, এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের নাম ব্যবহার করে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে কুরুচিপুর্ণ মিথ্যা, ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার না করলে আইনী ব্যবস্থা নেয়া হবে। নেতৃবৃন্দ বলেন, গত বৃহস্পতিবার স্থানীয় ও অনলাইন কয়েকটি পত্রিকায় ছাত্রলীগের নাম ব্যবহার করে কতিপয় ছাত্রলীগ নামধারী স্বাধীনতা বিরোধী চক্র কর্তৃক সংবাদ সম্মেলনের বরাত দিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন। তারা সংগঠনের গঠনতন্ত্র না মেনে সংবাদ সম্মেলনের নামে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতবৃন্দ তথা সংগঠনের বিরুদ্ধে যে কুরুচিপুর্ণ বক্তব্য এবং ২০ লাখ টাকার বাণিজ্যের কথা উল্লেখ করেছেন তা প্রত্যাহার না করলে বাংলাদেশ ছাত্রলীগ নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখা গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থাসহ আইনের আশ্রয় নেয়ার হুশিয়ারী দেন। তারা বলেন স্বাধীনতা বিরোধী রাজাকার প্রজন্ম বিএনপি জামায়াতের উত্তরসূরীরা নবীগঞ্জ ছাত্রলীগের নিয়ন্ত্রন নিতে চায়। নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগ বারবার তাদের নগ্ন হস্তক্ষেপের শিকার হতে হয়েছে। বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়নকারীরা বিএনপি ছাত্রদলের ছত্রছায়ায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ধারক ও বাহক ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগকে কলংকিত করতে চায়। বিএনপি জামায়াত থেকে অনুপ্রবেশকারী ছাত্রলীগ নামধারীরা তাদের পেশি শক্তির মাধ্যমে উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে নবীগঞ্জ ছাত্রলীগকে ধ্বংস করে দিতে চায়। আমরা বারবার জেলা উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ নেতৃবৃন্দকে স্বাধীনতা বিরোধী প্রজন্মদের নগ্ন কালো হাতের ঘটনাটি অবহিত করেছি। কেন্দ্রীয় কমিটির কার্যকরী পদক্ষেপে আমরা রাজাকার বংশধারীমুক্ত বিএনপি পারিবারের বাইরে আওয়ামীলীগ পরিবারে নিয়ে ছাত্রলীগ কমিটি হয়েছে। এখানে কোন প্রকার সম্পর্কের কারণে কমিটি হয়নি। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সম্পাদক অবহিত আমরা ছাত্রলীগ কর্মীরা রাজাকারের বংশধর বিএনপি’র ছত্রছায়ায় অনুপ্রবেশকারীদের দ্বারা কোন কমিটি গঠিত হয়নি। তাদের সময়োপযোগী কমিটি ঘোষণা দেয়ায় জ্ঞাত কয়েক জামায়াত বিএনপির পরিবার বাদে আওয়ামীলীগ পরিবার তাদেরকে প্রশংসা করেছেন। যারা ছাত্রলীগের পদ পদবী পেতে এ সব উশৃঙ্খল আচরণ করছে। তাদের পিতামহ স্বাধীনতার সময় তাদের কি ভূমিকা ছিল। তাদের বাবা, ভাই, পরিবারের লোকজন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত তা স্পষ্ট হয়ে উঠবে।
অনুষ্টিত সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান রাজু, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ বাবলু আহমদ ও সাধারন সম্পাদক সিদ্ধার্থ শংকর ভট্রাচার্য্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com