মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

তেঘরিয়ার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ১৯ মার্চ, ২০১৪
  • ৪০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন কবিরের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়নের মেম্বার আনছব আলী ও গিরেন্দ্র চন্দ্র রায় জেলা প্রশাসকের নিকট এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০১১ সালে দায়িত্ব গ্রহনের পর থেকে চেয়ারম্যান হুমায়ূন কবির পরিষদ অনিয়মতান্ত্রিক ভাবে পরিচালনা করছেন। ভূমি করের ১% অর্থ পরিষদকে অবহিত না করে আত্মসাতের উদ্দেশ্যে অনুমোদনহীন প্রকল্প নির্বাচন, রিজিউন সৃষ্টি, মাস্টার রোল প্রণয়ন, কোন কোন প্রকল্পের সমুদয় বরাদ্ধ ও আংশিক আত্মসাত করেন। এলজিএসপি-২ এর বরাদ্দ বিধান লঙ্গন করে প্রকল্প প্রনয়ণ ও বাস্তবায়ন এবং ভূয়া মাস্টার রোলের মাধ্যমে ভাগভাটোয়া করা, কাবিখা, টিআর, কর্মসৃজন কর্মসুচির বরাদ্দকৃত অর্থ ও খাদ্য কতিপয় সদস্যের সহযোগিতায় ভূয়া প্রকল্প ও শ্রমিকের নাম তালিকাভূক্ত করা, এডিপির বরাদ্দ প্রাপ্ত অর্থ আত্মসাত করা। ভিজিডি কার্ডধারীদের ৩০ কেজির পরিবর্তে ২২/২৩ কেজি প্রদান করা ও নির্ধারিত সময়ে কোন কার্ডধারী উপস্থিত না হলে তার নামে বরাদ্দকৃত চাল/গম কালোবাজারে বিক্রি করে টাকা চেয়ারম্যান আত্মসাত করে আসছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগকারীরা চেয়ারম্যানের এহেন অনিয়মের প্রতিবাদ করলে তাদের সদস্যপদ বাতিলের হুমকী প্রদান করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানান অভিযোগকারী দু’সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com