শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

নবীগঞ্জসহ ৪ উপজেলায় বজ্রপাতে ৬ জন নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮
  • ৫২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের হাওরে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। চলতি মৌসুমে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা অতীতের রেকর্ড ভঙ্গ করেছে। বজ্রপাত এখন আতঙ্কে পরিণত হয়েছে। গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটছে। কৃষকদের এখন মৃত্যুর ঝুঁকি নিয়েই হাওরে কাজ করতে যেতে হচ্ছে। নেহায়েত পেটের দায়েই এই ঝুঁকি নিতে হচ্ছে কৃষকদের। বজ্রপাতে যারা নিহত হচ্ছেন তারা অধিকাংশই খেটে খাওয়া মানুষ।
সর্বশেষ গতকাল বুধবার নবীগঞ্জ, বানিয়াচং, লাখাই ও মাধবপুরে ৬জনের প্রাণহানী ঘটেছে। নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার বৈলাকীপুর গ্রামের হরিপালের ছেলে নারায়নপাল (৪০), একই উপজেলার আমড়াখাই গ্রামের হাবিব উল্লার ছেলে আবু তালিব (২৫), বানিয়াচং উপজেলায় সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার উমরপুর ইউনিয়নের দত্তকান্দি গ্রামের নওশের সরকারের ছেলে জয়নাল উদ্দিন (৬০) ও সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার দাইপুর গ্রামের বসন্ত দাশের ছেলে স্বপন দাশ (৩৫) এবং লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের সফি মিয়া (৫৫) এবং মাধবপুরের রামকুমার সরকারের ছেলে জহর লাল সরকার (১৮)।
নবীগঞ্জ প্রতিনিধি এটিএম সালাম জানান, নবীগঞ্জ উপজেলার পৃথক স্থানে গতকাল বুধবার দুপুরে বজ্রপাতে দুই কৃষকের প্রাণহানি ঘটেছে। আহত আরও ৩ জন।
বুধবার দুপুরে উপজেলার করগাওঁ ইউপির বৈলাকীপুর গ্রামের কৃষক নারায়ন পাল (৩৫) স্থানীয় ইলামের (বৈলাকীপুর) হাওরে জমিতে ধান কাটছিল। হঠাৎ বৃষ্টির সাথে ঝড় তুফান আর বজ্রপাত শুরু হয়। এতে বজ্রপাতের শিকার হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। একই সময়ে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের আমড়াখাই গ্রামের কৃষক আবু তালিব স্থানীয় হাওরে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হয়। উভয়কেই উপজেলা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করেন। এছাড়া উপজেলার ঘোলডুবা গ্রামের জালাল উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৫), নবীগঞ্জের সীমান্তবর্তী মার্কুলী গ্রামের রাশেদ মিয়ার ছেলে ইউছুপ মিয়া (৩০) স্ব স্ব হাওরে ধান কাটার সময় বজ্রপাতের আঘাতে আহত হন। তাদেরকে আশংখ্যা জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়েছে। বজ্রপাতে অপর আহত সর্দারপুর গ্রামের আবরুছ মিয়ার ছেলে হাবিবুর রহমান (২৫)কে নবীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে গতকাল বুধবার বিকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বজ্রপাতে নিহত নারায়ন পালের বাড়ী বৈলাকীপুরে গিয়ে নিহতের স্বজনদের প্রতি সহানুভুতি প্রকাশ করেছেন। এ সময় পরিষদের পক্ষ থেকে ৫ হাজার টাকা নিহত পরিবারের কাছে প্রদান করেন। অপর দিকে ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান বজ্রপাতে নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের প্রতি সহানুভুতি প্রকাশসহ আর্থিক সাহায্য করেছেন।
বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া জানান, সিরাজগঞ্জ থেকে পেটের দায়ে রোজগার করতে বানিয়াচং এসেছিলেন জয়নাল উদ্দিন। গতকাল বুধবার দুপুরের দিকে স্থানীয় নুরপুর হাওরে ধান কাটার সময় বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় জয়নাল উদ্দিনের সাথে আসা কামরুল মিয়া আহত (২২) আহত হন। একই দিন কাগাপাশা হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে মারা সুনামগঞ্জের স্বপন দাশ। বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হয়েছেন ধানকাটার শ্রমিক কামরুল মিয়া (২২), মিজানুর রহমান (১৬), জহির মিয়া (২২), বিপূল দাশ (২৮), বিষ্ণু পদ দাশ এবং সুজিত দাশ। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লাখাই প্রতিনিধি জানান, স্থানীয় হাওরে ধান কাটতে গিয়ে উপজেলার তেঘরিয়া গ্রামের সফি মিয়া (৫৫) বজ্রপাতে নিহত হন।
এছাড়া মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামের জহর লাল সরকার বজ্রপাতে নিহত হয়েছেন।
গতকাল বুধবার পর্যন্ত দুই সপ্তাহে হবিগঞ্জের বিভিন্ন হাওরে প্রায় ২২জনের প্রাণহানী ঘটেছে। আহত হয়েছে আরো অন্তত ২০ জন। তন্মধ্যে শুধু বানিয়াচংয়েই মারা গেছেন ১২জন এবং আহত হয়েছেন ১১জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com