বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জ টু রুদ্রগ্রাম সড়ক চলাচলের অনুপযোগী

  • আপডেট টাইম বুধবার, ৯ মে, ২০১৮
  • ৪১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৪টি ইউনয়নের ভরসাস্থল রুদ্রুগ্রাম রোড আইনগাঁও টু নবীগঞ্জ পর্যন্ত জনবহুল পাকা রাস্তাটি খানা-খন্দে ভরে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন জনগণ সাধারণ। নবীগঞ্জ উপজেলার দেবপাড়া, গজনাইপুর, পানিউমদা, বাউসা এই ৪টি ইউনিয়নের জনসাধারণের উপজেলা সদরে যাওয়ার একমাত্র যোগযোগ মাধ্যম রুদ্রগ্রাম-নবীগঞ্জ সড়ক। অদ্য কিছুদিন ধরে অজর দ্বাড়ায় বৃষ্টিপাত হওয়ার কারনে রাস্তাটি চলা-চলের একেবারেই অনুপযোগী প্রায়। যার ধরুন প্রতিদিন ঘটছে ছোট বড় দূর্ঘটনা আর এসব দূর্ঘটনায় স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ পঙ্গুত্ব বরণ করছেন। দীর্ঘ ৯ কি.মি রাস্তাটি দিন-দিন চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। দেখার যেন কেউ নেই। বিশ্বরোডের বাইপাস সড়ক হওয়ায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এই সড়ক দিয়ে দিবা-রাত্রী ছোট বড় হাজারো যানবাহন চলাচল করে। দিনারপুর পরগনা ও বাউসা ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচলের জন্য একমাত্র অবলম্বন এ সড়ক। রাস্তাটি খানা-খন্দে ভরে যাওয়ায় প্রায়ই দূর্ঘটনা ঘটে লোকজন আহত হয়। রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সংস্কার কাজ না করায় কোথাও কোথাও পাকার চিহ্ন খুঁজে পাওয়া যায়না। রাস্তায় বড়-বড় গর্তের সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। এতে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তার খানা-খন্দে পানিতে ভরে যায়। কাদা পানি ভেদ করে যানবাহন চলাচল করতে হয়। হাজার হাজার মানুষ নানান প্রতিকুলতা আর জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে এ সড়কে। হরিধরপুর শাহ তাজ উদ্দিন (রহঃ) উচ্চ বিদ্যালয়, ধুলচাতল তাজিয়া মোবাশ্বীরিয়া আলিম মাদ্রাসা, দিনাপুর কলেজ, দিনারপুর উচ্চ বিদ্যালয়সহ অসংখ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি চাকুরীজীবি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজনকে এই রাস্তা দিয়েই চলাচল করতে হয়। লাখো মানুষের চলা-চলের একমাত্র মাধ্যম এই সড়ক বিগত কয়েক বছর পূর্বে গুরুত্ব বিবেচনা করে পাকা করণ করা হলেও আজ পর্যন্ত সংস্কার করা হয়নি। তাই খানা-খন্দে ভরে গিয়ে দিন দিন চলাচলে অযোগ্য হয়ে পড়ছে। ঢাকা-সিলেট মহাসড়কের সাথে নবীগঞ্জ শহরের একমাত্র বাইপাস সড়ক হওয়ায় ট্রাক, ট্রাক্টর, অটো ভ্যান, ব্যাটারী চালিত অটো রিক্সা, সিএনজি প্রতিনিয়ত চলা-চল করলেও অনেক যানবাহন ইতোমধ্যেই কমে গেছে। ফলে যানবাহনের উপর নির্ভরশীল কলেজ, স্কুল ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী শিক্ষক, ব্যবসায়ীসহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এই সড়কে প্রতিদিন এলাকার হাজারো সিএনজি চলাচল করে। সিএনজি চালকদের পরিবারের জীবিকা নির্বাহ করার একমাত্র বাহন এই সড়ক। যানবাহন চলাচলে উপযোগী করতে শিবপাশা সিএনজি শ্রমিক সংগঠনের উদ্যোগে বিগত কয়েমাস পূর্বে তাদের নিজ অর্থায়নে ছোট-বড় গর্তে ইট বালী ফেলে স্বেচ্ছশ্রমে সংস্থার করে। কিন্তু টানা বর্ষনে এগুলো উঠে সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়।
সরেজমিনে দেখা যায়, রাস্তার প্রায় ৮০শতাংশ স্থানে কাপেটিং উঠে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com