মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে আওয়ামী লীগের দুই নেতার নির্বাচনী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ২০ রাজধানীর উত্তরা এলাকায় পুলিশের বিশেষ অভিযান ॥ নবীগঞ্জের কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী শাফি গ্রেফতার বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নাট্যকর্মীদের অবদান অনস্বীকার্য- এমপি আবু জাহির পুলিশের দায়েরকৃত মামলায় যুবদল ও ছাত্রদলের চার নেতা কারাগারে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তারকে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা খোশ আমদেদ মাহে রমজান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের প্রবাসী যুবক নিহত প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় নবীগঞ্জের সাংবাদিক মতিউর মুন্নাকে গ্রিসে বাংলাদেশ দূতাবাসের সম্মাননা প্রদান মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর নদী থেকে হৃদয়ের লাশ উদ্ধার ক্যান্সারে আক্রান্ত সাবেক চেয়ারম্যান সত্যজিত দাশকে বাচাতে এগিয়ে আসুন

নবীগঞ্জ শহরতলীর নোয়াপাড়া গ্রামে মাদকের অভায়ারণ্য ॥ গ্রামবাসীর প্রতিরোধ কমিটি গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১৮
  • ৪২০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরতলীর নোয়াপাড়া গ্রামে ইয়াবা ট্যাবলেটসহ মাদকের অবাধ কেনাবেচায় গ্রামবাসী চরম অতিষ্ট হয়ে উঠেছে। বৃদ্ধি পেয়ে এলাকায় চুরি, ছিনতাই। এ সব মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন মহিলারাও। সন্ধ্যা হলেই নোয়াপাড়া গ্রামে, বাউসা রোডস্থ বরাক নগর এলাকায়, নোয়াপাড়া থেকে শিবপাশা ভিতরের রাস্তায় মাদকসেবীদের দৌরাত্ম ও আনাগোনা দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে মাদক সেবীরা ইয়াবা ট্যাবলেট ক্রয় করার জন্য ওই এলাকায় আসে। ফলে এলাকায় অহরহ চুরি ও ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন গ্রামবাসী। এক পর্যায়ে গ্রামবাসী সম্মিলিতভাবে নোয়াপাড়া গ্রামে মাদক ও চুরি ছিনতাই নির্মুল কমিটি নামে একটি কমিটি গঠন করেন। এ উপলক্ষে গত মঙ্গলবার রাতে নোয়াপাড়া গ্রামের মসজিদের মাঠে এক জরুরী বৈঠকে বসেন গ্রামের সর্বস্তরের মানুষ। পৌরসভার কাউন্সিলর আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্টিত বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকে হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, কাউন্সিলর কবির মিয়া, গ্রামের মুরুব্বী আব্দুল হান্নান, মাসুক মিয়া, আফসর মিয়া, ফারুক আহমদ, দুলাল মিয়া, মসজিদের মোতাওয়াল্লি মোশাহিদ আলী, আরব আলী, আব্দুস ছুবান, আব্দুর রকিব, আব্দুল মালিক, পরবেশ মিয়া, স্বপন আহমদ, কাশেম মিয়া, আব্দুর রব, জয়নাল মিয়া, আক্তার মিয়া, সোহাগ মিয়া প্রমুখ। বৈঠকে গ্রামবাসী বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকার কুখ্যাত মাদক সম্রাট আব্দুল হাই ওই এলাকায় হিরোইন, ইয়াবা ট্যাবলেটসহ মাদকের কেনাবেচা দাপটের সাথে চালিয়ে যাচ্ছে। সম্প্রতিকালে তার স্ত্রীসহ নোয়াপাড়া গ্রামের একাধিক মহিলা, যুবক ইয়াবা ট্যাবলেট সেবন ও বিক্রির সাথে জড়িয়ে পড়ায় গ্রামের সামাজিক পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছে। সন্ধ্যা হলেই মহিলারা ঘর থেকে বের হতে সাহস পায় না। বিপদগামী হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া ছেলেরাও। অহরহ ঘটছে চুরি ও রাস্তায় ছিনতাইয়ের ঘটনা। গভীর রাত পর্যন্ত মাদক সেবী ও বিক্রেতাদের দৌরাত্বে বিঘœ হচ্ছে ওই গ্রামের আইনশৃংখলা পরিস্থিতি। আইন প্রয়োগকারী সংস্থা অনেকটা নীরব দর্শকের মতো রয়েছেন বলেও অভিযোগ গ্রামবাসীর। ফলে গ্রামবাসী স্ব-উদ্যোগে বৈঠক ডেকে মাদক ও চুরি প্রতিরোধ কমিটি নামে একটি কমিটি গঠন করেন। ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে কলেজ পড়ুয়া ছেলেরাসহ গ্রামের যুবকদের রাখা হয় এবং মাদকসেবী ও বিক্রেতাদের যেকোন মুল্যে প্রতিরোধের ঘোষনা দেয়া হয়। পাশাপাশি নোয়াপাড়া গ্রামকে মাদকসেবীদের কবল থেকে রক্ষা করতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com