বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

বাল্লা সীমান্তে মামলাবাজ বিনা’র কবল থেকে বাঁচতে চান গ্রামবাসি

  • আপডেট টাইম বুধবার, ৭ মার্চ, ২০১৮
  • ৪৬৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের বাল্লা সীমান্তে এক মামলাবাজ নারীর রোষানল থেকে রক্ষা পেতে ৩ গ্রামের মানুষের এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর ইউপি’র মানিকভান্ডার গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। গ্রামবাসির উদ্যোগে অনুষ্টিত ওই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান হুমায়ুন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুুল মালেক। উক্ত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে ইউপি সদস্য মুন্সী আঃ হাশিম, মুক্তিযোদ্ধা ফজর আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা আঃ কাইয়ুম, মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া, মুক্তিযোদ্ধা আঃ জলিল, মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া, মুক্তিযোদ্ধা ছুরত আলী, মুক্তিযোদ্ধা তাজ চৌধুরী, সমাজ সেবক রফিক চৌধুরী, আব্দুল আজিজসহ ছাত্র-শিক্ষক ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় ইউপি সদস্য সোনাই মিয়া বলেন, মামলাবাজ বিনা আক্তারের বয়স (৩০)। মানিকভান্ডার গ্রামের দিদার হোসেনের কন্যা সে। নিজেকে সে কখনো কুমারী, কখনো বিবাহিতা বলে দাবী করে। ভাঙ্গা ঘরে বসবাস করলেও তার পোষাক পরিচ্ছদ খুবই চাকচিক্যপূর্ণ।
মানিকভান্ডার গ্রামের আঃ হাশিম বলেন, গত ২৪ ফেব্র“য়ারী মানকিভান্ডার গ্রামের প্রাক্তন ইউপি সদস্য মশ্বব উল্লার সাথে তার ভাই আনফর উল্লার জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ঝগড়া হয়। ওই ঝগড়ার পর আনফর উল্লার ধর্ম বোন বলে খ্যাত বিনা আক্তার গ্রামের মুরব্বী হবিব উল্লা, আশ্বব উল্লা, ফজল হক ও মিজানকে অভিযুক্ত করে গণধর্ষনের অভিযোগ দায়ের করে প্রশাসনের কাছে। অভিযোগ পেয়ে সহকারী পুলিশ সুপার রাজু আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন কিন্তু কোন ধর্ষণের আলামত পাননি তিনি। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই ধর্ষণের ঘটনাকে রহস্যজনক বলে দাবী করেন। বিনা’র এহেন কর্মকাণ্ডে গ্রামবাসি খুবই নাজুক পরিস্থিতিতে রয়েছেন বলে প্রতিবাদ সভায় উল্লেখ করেন বক্তারা। তারা বিনা’র কবল থেকে গ্রামের সহজ সরল মানুষকে, যুব সমাজকে রক্ষার দাবী জানান।
ইউপি চেয়ারম্যান হুমায়ুন খান বলেন, মানিকভান্ডার, টিলাবাড়ি ও উসমানপুর গ্রামের মানুষজন খুবই সরল প্রকৃতির ও শান্তিপ্রিয়। কিন্তু বিনা আক্তারের এহেন কর্মকাণ্ডে তারা অতিষ্ট হয়ে উঠেছেন। তিনি এ ব্যাপারে পুলিশ প্রশাসনের প্রতি সুষ্টু তদন্তের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com