শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

চুনারুঘাটে আকল মিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন ও শোকসভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮
  • ৪০৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি ও আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া (৬৮) হত্যার প্রতিবাদে ৩ দিন ব্যাপী কর্মসূচী পালন করা হচ্ছে। কর্মসুচির অংশ হিসেবে গতকাল সোমবার বিকেলে মধ্য বাজারে চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকসের) উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহরের ব্যবসায়ীরা অংশ নেন। মানববন্ধনে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সালাম তালুকদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারী আলহাজ্ব ছিদ্দিকুর রহমান মাসুদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন-চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আকবর হোসেন জিতু, সাংগঠনিক সম্পাদক সজল দাস, প্রিন্সিপাল একে আফছার আহাম্মদ তালুকদার, চুনারুঘাট প্রেসক্লাব সেক্রেটারী জামাল হোসেন লিটন, যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন বাচ্ছু, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ, চুনারুঘাট সাংবাদিক ফোরাম সভাপতি আঃ রাজ্জাক রাজু, সেক্রেটারী খন্দকার আলাউদ্দিন, উপজেলা সুন্নাত ওয়াল জামাতের যুগ্ম-সম্পাদক আবুল খায়ের শামীম, মাওঃ মোহাম্মদ আলী, জেলা ব্যকস সভাপতি হাজী শামছুল হক, হাজী মীর হোসেন, আবুল মহালদার, হাজী ছমির হোসেন, আলহাজ্ব আতাহার আলী, আলহাজ্ব রেজাউল করিম মাসুক, আবুল মহালদার, আজগর আলী, হাজী আকরব হোসেন, হাজী দানিছ মিয়া, হাজী আছান উল্লাহ, আবুল কালাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী সাইফুল আলম রুবেল, সিএনজি শ্রমিক-মালিক ঐক্য পরিষদের সভাপতি কাদির সরকার, সেক্রেটারী মিজানুর রহমান সেলিম, মামুনুর রশিদ, নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম, শফিউল আলম জুয়েল, জাকির হোসেন, সাজিদুল ইসলাম, মরহুমের পুত্র নাজমুল আহমেদ বকুল, এমরানসহ বাজারে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীবৃন্দরা।
সভায় বক্তারা আগামী ৩দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। অন্যতায় আগামী শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভ মিছিলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এর পূর্বে সকাল ১১টায় উপজেলার এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামের সামনে আহলে সুন্নাতওয়াল জামাত চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাওঃ মুফতি মুসলিম খানের সভাপতিত্বে ও শফিকুল ইসলাল দুলালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, পৌর মেয়র নাজিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, সুন্নাতওয়াল জামাতের কেন্দ্রীয় নেতা মাওঃ আলী মোহাম্মদ চৌধুরী, মাওঃ জালাল উদ্দিন আখঞ্জী, মাওঃ সোলাইমান খান রাব্বানী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ, মাওঃ মোসাহিদ আলী হেলালী, মাওঃ রফিকুল ইসলাম জাফরী, মাওঃ আব্দুল কাইয়ূম তরফদার, সাংবাদিক সুলতান খাঁন।
বক্তারা চুনারুঘাট শহরের অভিভাবক ব্যকস সভাপতি ও সুন্নীজামাতের সভাপতি আবুল হোসেন আকল মিয়া হত্যারকারীদের দ্রুত গ্রেফতার এবং তাদের শান্তি দাবী করেছেন। অন্যতায় বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে বলেও হুশিয়ারী উচ্চারন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com