শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামের শোভাযাত্রা

  • আপডেট টাইম বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, গত হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী হয়ে নিবার্চনে অংশ গ্রহণ করেছিলাম সেই নির্বাচনে দলীয় সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, সদর উপজেলার সকল সম্মানিত ভোটারগণ আমাকে ভোট দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এ জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী উপজেলা নির্বাচনেও দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে নিবার্চন করার জন্য কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আপনাদের মহামুল্যবান ভোট ও সহযোগিতা নিয়ে আমি চেয়ানম্যান নির্বাচিত হলে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং হবিগঞ্জ সদর-লাখাই আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের নেতৃত্বে অবহেলতি সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করবো। এছাড়া শিক্ষা, যুবকদের বেকারত্ব দুর করে কর্মস্থান সৃষ্টি করা, নারীর ক্ষমতায়নে বিভিন্ন প্রশিক্ষনসহ, ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ, গ্রামীণ দাঙ্গা রোধে আইন শৃংখলা বাহিনীকে সাথে নিয়ে এসব সমস্যা সমাধানে আপ্রাণ চেষ্ঠা করে যাবো। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভা মাঠে বিশাল এক জনসভায় এসব কথা বলেন। পরে নির্বাচনের প্রচারনার অংশ হিসেবে হাজার হাজার জনতা নিয়ে একটি শোভাযাত্রা সারা শহর প্রদক্ষিণ করে।
পৌরসভা মাঠে জনসভায় পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর টিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও মাধবপুর উপজেলা সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, বৃন্দাবন সরকারী কলেজের সাবেক ভিপি রোকন উদ্দিন তালুকদার, লস্করপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক হিরু, মটর মালিক গ্রপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, যুক্তরাজ্য আওয়ামী পরিবার এর সভাপতি সিরাজুল ইসলাম, এয়ার লিংক এর চেয়ারম্যান নাজমুল আনাম খান তুহিন, কাউন্সির গৌতম রায়, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি সাবাজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হিরাজ মিয়া, মোঃ হাবিবুর রহমান খান, দুলাল সুত্রধর, সাংগঠনিক সম্পাদক শাহ মাসুকুর রহমান, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, জেলা পরিষদ সদস্য মনির হোসেন খান, পৌর আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বি রাসেল, পার্থ স্বারথী রায়, অ্যাডঃ সজল, মীর আলম কাওসার, নজরুল ইসলাম, চেম্বার অব কমাসের পরিচালক দেওয়ান মিয়া, সাবেক জুনিয়র ভাইস প্রেসিডেন্ট অজয় বিক্রম শিবু, বর্তমান পরিচালক আবু হেনা মোস্তফা কামাল, নাসির উদ্দিন, শনি মন্দিরের পুরোহিত দিলীপ আচার্য্য, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান কিবরিয়া, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ পারভেজসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শোভাযাত্রায় হবিগঞ্জ স্বর্ণ, বস্ত্র, ফল, হোটেল, শহরের বিভিন্ন মার্কেট এর ব্যবসায়ী ও হবিগঞ্জ সিএনজি মালিক-শ্রমীক সমিতি, টমটম মালিক শ্রমিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com