বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাধবপুরে ৬০ লাখ টাকা মূল্যের ইয়াবার চালানসহ একই পরিবারের আটক ৬

  • আপডেট টাইম সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৬০ লাখ টাকা মূল্যের ইয়াবার চালান আটক করেছে পুলিশ। এ সময় একটি জীপগাড়ি ও একই পরিবারের ৬ জনকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। গতকাল রোববার ভোর ৫টা ৫০মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুন্সী টাওয়ার এলাকা থেকে জীপ গাড়িসহ ইয়াবা ও ৬ জনকে আটক করা হয়।  উদ্ধার করা ইয়াবার পরিমাণ ২০হাজার পিস। আটককৃতরা হচ্ছে, সিলেটের কতোয়ালী থানার গোয়াইপাড়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে আবুল কালাম (৪৮),  আবুল কালামের স্ত্রী মোছাঃ ফাতেমা (৩৮), মেয়ে রহিমা কালাম রুহী (২১), ছেলে ইমন আহমেদ (২৩) ও ইমন আহমেদের স্ত্রী শামীমা আক্তার শাম্মী এবং ৭ বছর বয়সী শিশু রিমা কালাম রুমি।
এদিকে আটককৃতরা নিজেদেরকে বাউল শিল্পী বলে দাবি করছে। ওই গাড়ি থেকে গানের সরঞ্জমাধিও উদ্ধার করা হয়েছে। ইয়াবা সম্পর্কে তারা কিছু জানেনা বলে পুলিশকে জানিয়েছে। গতকাল রবিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেন, চট্রগ্রাম থেকে সিলেটগামী একটি কালো রংয়ের জীপগাড়িযোগে (চট্র-মেট্রো-গ-০২-০২৮৬) ইয়াবার চালান নিয়ে সিলেটের দিকে আসছে মর্মে পুলিশের কাছে খবর আসে। এরই প্রেক্ষিতে রাত ৩টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ ও মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীসহ একদল পুলিশ সদস্য ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুন্সী টাওয়ার এলাকায় চেকপোস্ট স্থাপন করেন। ভোর রাত ৫টা ৫০মিনিটের দিকে ওই জীপগাড়িটির চালক চেকপোস্ট দেখতে পেয়ে এর অদূরে সড়কের পাশে গাড়ি রেখে পালিয়ে যান। এসময় যাত্রীদের কাছে চালকের পালিয়ে যাওয়া সম্পর্কে জানতে চাইলে তারা কিছু জানেনা বলে পুলিশকে জানায়। পরে গাড়ি তল্লাশি করে বনাটের ভেতরে লুকানো অবস্থায় পলিথিনে মোড়ানো ১০০টি প্যাকেট থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে জীপ গাড়িসহ উল্লেখিত যাত্রীদের পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়।
পুলিশ সুপার জানান যে, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে গত বৃহস্পতিবার চট্রগ্রামের ফটিছড়ির মাইজভান্ডারের ওরসে যাওয়ার জন্য সিলেট থেকে ২ হাজার ৫শ টাকায় তারা জীপ গাড়িটি যাওয়া-আসার জন্য ভাড়া করে। তবে তারা চালকের পরিচয় জানেনা বলে জানায়। তাদেরকে নামিয়ে দিয়ে চালক চলে যায়। ৩ ফেব্র“য়ারি রাত ৯টার দিকে চালক পুনরায় ওরস স্থলে আসে। পরে তারা সেখান থেকে সিলেটে উদ্দেশ্যে রওয়ানা দেয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, আটককৃতরা ইয়াবা সম্পর্কে কিছু জানেনা বলে দাবি করছে। তবে তাদের সম্পর্কে তদন্ত চলছে। তারা সিলেটের যে বাসায় ভাড়া থাকত সেখানেও খোঁজখবর নেয়া হচ্ছে। এদের মধ্যে একটি শিশুও রয়েছে তার প্রতি যাতে কোন হয়রানী না হয় সে ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com