শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

নবীগঞ্জে হেভেন খুনে জড়িতদের গ্রেপ্তার এর দাবিতে নয়মৌজাবাসীর স্মারকলিপি ৭২ ঘন্টার আল্টিমেটাম

  • আপডেট টাইম শুক্রবার, ৭ মার্চ, ২০১৪
  • ৪৮২ বা পড়া হয়েছে

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে নয়মৌজাবাসীর উদ্যোগে Bachitগতকাল সকালে শতাধিক মোটরসাইকেলের মহড়া নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি দেয়া হয়েছে। ওই অঞ্চলের যুবনেতা বজলুর রশীদের নেতৃত্বে সকাল সাড়ে এগারটায় স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপির মাধ্যমে খুনিদের গ্রেপ্তারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় গণবিস্ফোরণের মাধ্যমে অনাকাংখিত পরিস্থিতির হুশিয়ারী দেয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লুৎফুর রহমান, থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম। স্মারকলিপির বিবরণে প্রকাশ, গত ২৪ ফেব্র“য়ারী রাত ৯ঘটিকায় নবীগঞ্জ বাজারের সেন্ট্রাল প্লাজার সামনে মামলার প্রধান আসামী হাবিব বাহিনী কর্তৃক সশস্ত্র সন্ত্রাসীদের নিষ্টুর বর্বরোচিত হামলায় নিহত হন হেভেন চৌধুরী। যা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। এহেন ঘটনায় নয়মৌজা ও সমগ্র নবীগঞ্জবাসীকে মর্মাহত ও আতংকিত করিয়া তোলে। এধরনের নিষ্টুর ও অমানবিক হামলায় জননিরাপত্তায় বিঘœ ঘটায় জনমনে মারাত্মক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সর্বস্তরের মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ক্ষোভে ফেটে পড়ে এবং হেভেন চৌধুরীর মরদেহ নিয়ে ২ মার্চ রবিবার সকাল ৯ঘটিকা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত নবীগঞ্জ শহরে স্মরণকালের র‌্যালি করে। খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়। সমাজবিরোধী সন্ত্রাসী ও খুনিদের দ্রুত বিচারের আওতায় না আনলে সমগ্র নবীগঞ্জবাসীর সামাজিক শান্তি ও নিরাপত্তা হুমকি হয়ে দাড়াবে। সুতরাং নয়মৌজা ও নবীগঞ্জবাসীর প্রাণের দাবি হেভেন চৌধুরীর কুখ্যাত খুনিদেরকে স্মারকলিপি গ্রহণের ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে জনরোষে পরবর্তীতে যে কোন পরিস্থিতির উদ্ভব ঘটতে পারে। স্মারকলিপি গ্রহণ করে শোকাহত জনতাকে সান্ত্বনা দিয়ে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুর রহমান বলেন, যথাযথ কর্তৃপক্ষের নিকট স্মারকের অনুলিপি জরুরী ভিত্তিতে প্রেরণ করা হবে। ওসি জাহাঙ্গীর আলম বলেন, খুনের ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার অনুরোধ করেন তিনি। নয়মৌজাবাসীর পক্ষে বজলুর রশীদ বলেন, স্মারকলিপির সময়সীমার মধ্যে খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে অনাকংখিত পরিস্থিতির দায়ভার প্রশাসনকে নিতে হবে। স্মারকের অনুলিপি ডিআইজি সিলেট, হবিগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং হবিগঞ্জ ও নবীগঞ্জ প্রেসক্লাবকে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com