শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৫:১১ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে সোয়া লাখ টাকা মূল্যের চোরাই কাঠ উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আছাদুদ-জামান চৌধুরী জানান-বুধবার ভোরে তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবি টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে ৪১ সেফটি চোরাই কাঠসহ একটি পিকআপ ভ্যান উদ্ধার করেন। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গাছ চোরেরা পালিয়ে যায়।