বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

আজমিরীগঞ্জে ফায়ার সার্ভিস নির্মাণে জমি অধিগ্রহণের নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার পায়তারা

  • আপডেট টাইম রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ৪৬৮ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ফায়ার সার্ভিস নির্মাণের জমি অধিগ্রহণের নামে দায়িত্বপ্রাপ্ত অসাধু কর্মকর্তার যোগসাজশে একটি দালাল চক্র কোটি টাকা হাতিয়ে নেয়ার পায়তারা চালাচ্ছে। এর প্রতিকার চেয়ে হবিগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে এলাকাবাসির পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবন নির্মাণে ভূমি অধিগ্রহণ কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় আজমিরীগঞ্জ পৌর সদরের সমীপুর কুমারহাটি গ্রামের বাসিন্দা মতিলাল চৌধুরীর পুত্র মুকুল কান্তি রায় চৌধুরী ও মৃদুল কান্তি রায় চৌধুরীর মালিকানাধীন শানবাড়ি মৌজার ৫৩ শতক ৭৫ অযুতাংশ ভূমি ১৫০২নং দলিলমূলে গত ২০/১২/১৭ইং একই গ্রামের বাসিন্দা মৃত ইদ্রিছ মিয়ার পুত্র ভূমি দালাল মোঃ আলমাছ মিয়া খরিদ করেন। উক্ত ভূমিটি ফায়ার সার্ভিস ভবন নির্মাণের জন্য অধিগ্রহন প্রক্রিয়ধিন রয়েছে। অভিযোগে বলা হয়, উল্লেখিত ভূমি অধিগ্রহণ করা হলে সরকারী টাকা অপচয়সহ কোটি টাকা দায়িত্বপ্রাপ্ত অসাধু কর্মকর্তা ও দালালচক্রের মাধ্যমে লুটপাটের বা আত্মসাতের আশংকা করছেন এলাকাবাসি। তাই ওই ভূমি উচ্চ মূল্যে অধিগ্রহণ না করে একই এলাকার উপজেলা পরিষদ কমপ্লেক্সের আশপাশ এলাকায় ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করা হলে এলাকাবাসী উপকৃত হবে। এবং ওই জায়গার পাশে রয়েছে সওজ এর মালিকাধীন সড়কসহ উপজেলার বিভিন্ন এলাকার ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক গাড়িগুলো সহজেই যাতায়াত করতে পারবে।
এ ব্যাপারে উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় ফায়ার সার্ভিস অফিস ভবন নির্মাণে ভূমি অধিগ্রহন করার দাবী জানিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com