মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

২৫ বর্ষে বাহুবলের কিশলয় জুনিয়র হাইস্কুল আসছে পরিবর্তন ॥ সাজছে নতুনরূপে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ৩৮৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ২৫ বছরে পা রাখছে বাহুবলের কিশলয় জুনিয়র হাইস্কুল। ২০১৮ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটি এ মাইলফলক ছোঁতে যাচ্ছে। এ মাহেন্দ্রক্ষনকে সামনে রেখে ‘স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই’ এ স্লে­াগান নিয়ে প্রতিষ্ঠানটি নবযাত্রা শুরু করতে যাচ্ছে। ইতোমধ্যেই প্রতিষ্ঠানকে ঘিরে পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন কার্যক্রম চলছে। গতকাল সোমবার থেকে শুরু হয়েছে প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম। যা চলবে কাল বুধবার পর্যন্ত। প্রতিদিন সকাল ৯ থেকে বিকাল ৪:৩০ ঘটিকা পর্যন্ত এ প্রশিক্ষণটি উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি)-এর তত্ত্বাবধানে ইউআরসি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিন বাংলা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছেন সমরেশ ভট্টাচার্য্য। দ্বিতীয় দিন গণিত বিষয়ে শাজাহান তালুকদার ও শেষ দিন ইংরেজী বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন জমির হোসেন।
গতকাল সোমবার সকাল ১০টায় এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইউআরসি’র ইনস্ট্রাক্টর নজরুল ইসলাম, স্কুলের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক প্রতিনিধি নূরুল ইসলাম মনি, ব্যবস্থাপনা কমিটির সদস্য জহিরুল ইসলাম, প্রশিক্ষক সমরেশ ভট্টাচার্য্য ও অধ্যক্ষ জামাল আহমেদ প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন বলেন, কিশলয় জুনিয়র হাইস্কুলকে আমরা এ উপজেলার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির একটি পরিচালনা ম্যানুয়াল তৈরি করা হয়েছে। চলছে প্রতিষ্ঠানের অবকাঠামোগত পরিবর্তনের কাজ। পুরাতন ভবনকে যুগোপযোগি করা ছাড়াও নতুন একটি ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। অচিরেই স্কুলে একটি পাঁচতলা ভবন নির্মাণেরও স্বপ্ন দেখছি আমরা। তিনি বলেন, শুধু অবকাঠামো নয়, আমরা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগি করা ছাড়াও শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে গতিশীল করার কাজ শুরু করেছি। অচিরেই স্কুলের পাঠদানে যুক্ত হচ্ছে মাল্টিমিডিয়া প্রযুক্তি। আশা করছি, ২০১৮ শিক্ষাবর্ষে কিশলয় জুনিয়র হাইস্কুল যাত্রা করবে নতুনরূপে। এ যাত্রাপথে তিনি শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় শিক্ষানুরাগীদের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com