শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

হবিগঞ্জ আলীয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র পূনঃর্মিলনী সফলের পরামর্শ সভা

  • আপডেট টাইম সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭
  • ৪৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুছুন্নাৎ কামিল মাদ্রাসার ১৯৮২ থেকে ২০১১ সালের প্রাক্তন ছাত্রদের পূনঃর্মিলনী অনুষ্ঠান সফলের লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলমের সঞ্চালনায় বিভিন্ন সালের শতাধিক প্রাক্তন ছাত্রের উপস্থিতিতে সভায় ২০১৮ সনের ৩১ মার্চ মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। ৩১ জানুয়ারী’ ১৮ ইং এর মধ্যে ব্যাচ সঞ্চালকদের নিকট থেকে অথবা আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক কাজী মাওলানা এম.এ মান্নান, সদস্য সচিব অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম এবং আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক কাজী মাওলানা আব্দুল ওয়াহেদের নিকট থেকে আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীগণ অথবা প্রবাসী বা দূরবর্তী অবস্থানরত শিক্ষার্থীগণ বাহক মারফত নিবন্ধন ফরম সংগ্রহ করে যথাযথ প্রক্রিয়ায় পূরণ পূর্বক জমা দান করতে পারবেন। মূল অনুষ্ঠানে প্রয়াত সকল উস্তাদ ও শিক্ষকবৃন্দকে এবং নিবন্ধিত সকল প্রাক্তন ছাত্রছাত্রীকে স্মৃতিস্মারক ক্রেস্ট প্রদান করা হবে। সকলের ছবি সম্বলিত একটি আকর্ষনীয় ম্যাগাজিন প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট গভর্নিং বডির সাবেক ও বর্তমান দায়িত্বশীলগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অত্র প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য সূধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে আমন্ত্রীত মেহমান হিসাবে উপস্থিত থাকবেন। বিভিন্ন বিষয়ে প্রস্তুতি ও প্রয়োজনীয় কাজ করার সুবিধার্থে কয়েকটি উপকমিটি গঠন করা হয়। আগামী ২৭ জানুয়ারী শনিবার সকাল ১০ ঘটিকার সময় মাদ্রাসা ক্যাম্পাসে পরবর্তী সাধারণ পরামর্শ সভা অনুষ্ঠিত হবে। এতে সকল প্রাক্তন দায়িত্বশীল শিক্ষার্থীদেরকে উপস্তিুত থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com