বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

ডায়াগনস্টিক রিপোর্ট ভুল আসে?

  • আপডেট টাইম সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ৫০৮ বা পড়া হয়েছে

ডাঃ সৈয়দ এম আবরার (জাবের)
১। মানদন্ডের অভাব-অনেক ডায়াগনস্টিক সেন্টারে মানদন্ড করা থাকেনা। সঠিক মানদন্ড না থাকলে একেক জায়গায় বা একই জায়গায় একই টেষ্ট রিপোর্ট এর তারতম্য হতে পারে।
২। পরিমান আর কাজের কোয়ালিটির মাঝে সমন্বয়হীনতা-কিছু কিছু টেষ্ট আছে যেগুলি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। যেমন রক্তের, প্রশ্রাবের, হিষ্টোপ্যাথোলজিকাল টেষ্ট ইত্যাদি। এমনকি মাইক্রোস্কোপের মাধ্যমে প্রশ্রাবের সাধারণ পরীক্ষাতেও অনেক সময়ের প্রয়োজন। প্রায় ডায়গনস্টিক সেন্টারে/ল্যাবরেটরীতে একজন মাত্র টেকনিশিয়ান/টেকনোলজিষ্ট থাকেন। ফলে ওই একজনের পক্ষে মাত্রাতিরিক্ত চাপ পড়ে। কোন রোগী টেষ্টের জন্য রিসিপশনে আসলে পারতপক্ষে তাকে ফেরত দেয়া হয় না। এ জন্য ডায়গনস্টিকে কাজের চাপ বাড়ে ফলে এইসব রিপোর্টে কোয়ালিটি না থাকাটাই স্বাভাবিক।
৩। যন্ত্রপাতি-কয়েকশত টাইপের পরীক্ষা আছে। কিছু কিছু কাজের জন্য আলাদা আলাদা মেশিনের দরকার হয়। এছাড়া মেশিনগুলোর যথোপযুক্ত যতœ ও সংরক্ষনের বিভিন্ন নিয়ম না মানা হলে, অতিরিক্ত কাজের জন্য মেশিনগুলো ভুল রিপোর্ট দিতে পারে।
৪। টেষ্ট মেশিন চালানোর জন্য উপযুক্ত টেকনিশিয়ান দরকার-চুলা যত ভালোই হোক তরকারীতে যেমন মসলা লবণ ইত্যাদি কম হবার কারণে স্বাদের তারতম্য ঘটে, তেমনি টেষ্ট মেশিনে ঠিকমত রক্ত ও প্রশ্রাবের নমুনা না দেয়া হলে ভুল রিপোর্ট আসতে পারে। অতএব দামী মেশিন, লেটেষ্ট মেশিন হলেই হবে না, প্রয়োজন দক্ষ ও শিক্ষিত টেকনিশিয়ান।
৫। সংশ্লিষ্ট ডাক্তারের সাথে যোগাযোগের অভাব-কোন কারণে মেশিনে খুব অস্বাভাবিক রিপোর্ট আসলো, টেকনোলজিষ্ট/টেকনিশিয়ানের উচিৎ সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে সরাসরি কথা বলা। যাতে সে এই রিপোর্টটি পূনরায় (বিনামূল্যে) পরীক্ষা করাতে পারে এবং কনফার্ম হতে পারে রোগীর লক্ষনের সাথে পরীক্ষার রিপোর্টের সমন্বয় আছে কি না। আমাদের ক্ষেত্রে এই জরুরী বিষয়টির দিকে নজর থাকে না।
৬। অন্যান্য সহকর্মীদের সাথে বলা বা সংশ্লিষ্ট ডাক্তারের সাথে পরামর্শ-সবাই সব সময় সঠিক না ও থাকতে পারেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অন্য আরেকজনের সাথে পরামর্শ করে নিতে হয়। অনেক সময় নিজের আমিত্ব¡ বা অহংকারের জন্য কিছু চিকিৎসাকর্মী এই প্রয়োজনীয় পরামর্শটি করেন না।
৭। ঠিকমতো স্যাম্পল কালেকশন, পরিবহন বা সংরক্ষন না করা-বিভিন্ন স্যাম্পল ভিন্ন ভিন্ন উপায়ে সংরক্ষণ করতে হয়। ঠিকমতো স্যাম্পল কালেকশন, পরিবহন বা সংরক্ষন করার ব্যাপারে অবহেলা থাকলে ভুল রিপোর্ট আসে।
৮। অদক্ষ টেকনোলজিষ্ট-বর্তমানে ডায়গনষ্টিক সেন্টার ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে চারদিকে। কোন রকমে অটো মেশিন, এক্সরে ইত্যাদি এনেই শুভ উদ্বোধন করা হচ্ছে। কিন্তু যে মানুষটি ওই মেশিনের সামনে বসে সে লোকটির সঠিক পন্থায় কাজ করার দক্ষতা আছে কিনা, সে ব্যাপারে যথাযথ জ্ঞান রাখে কিনা তা যাচাই না করে কিংবা দক্ষ টেকনোলজিষ্ঠকেই অতিরিক্ত কাজের চাপ দিয়ে ক্লান্ত করে তুললে তাদের দ্বারা ভুল হতে পারে।
৯। রোগীর নিজের কারনে রিপোর্ট ভুল-খালিপেটে টেষ্ট করাতে হলে রোগী কিছু খেয়ে আসলে, খাবার ৬ ঘন্টার মধ্যে পেটে আল্ট্রাসনোগ্রাফ করলে, এছাড়া কিছু কিছু টেষ্টের আগের দিন বা রাতে কিছু নিয়ম নীতি দেয়া থাকে। রোগী নিজে যদি এই নিয়মগুলি না মেনে থাকেন তবে তার রিপোর্ট যত ভাল সেন্টারেই করানো হোক না কেন, তা ভুল হতে পারে।
এককথায় টেষ্টের জন্য নির্দিষ্ট নিয়ম মেনে আসুন, দালালদের চিনে রাখুন, ভীড় এড়িয়ে চলুন। রোগী, ডাক্তার, প্যাথোলজিষ্ট, টেকনেশিয়ান কোন একজন তাড়াহুড়ো করলে টেষ্ট ভুল হয়ে যেতে পারে।
সবাই ভালো থাকবেন।
কৃতজ্ঞতাঃ- ঈড়সসড়হ গরংঃধশবং রহ ঈষরহরপধষ গবফরপরহব নু কধংযরহধঃয চধফযরধৎু,
ডাঃ সৈয়দ এম আবরার (জাবের)
সিনিয়র মেডিকেল অফিসার
হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল
মোবাইলঃ ০১৭২১-৫১৯৪৫৫

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com