শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

এমপি কেয়া চৌধুরী উপর হামলার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ॥ গ্রেপ্তারের আশ্বাসে প্রত্যাহার

  • আপডেট টাইম সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ৫৫৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কেয়া চৌধুরী এমপিসহ নারী ইউপি মেম্বারদের উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার দুপুর পৌণে ১২টায় উপজেলা সদরস্থ ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শুরু হলে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাস্তার উভয় পার্শ্বে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে। এতে আটকা পড়া যাত্রীদের মাঝে দুর্ভোগ শুরু হয়। দুপুর পৌনে ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্টেট মোঃ সেলিম ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী ঘটনাস্থলে হাজির হয়ে হামলাকারীদের গ্রেফতারের জন্য এক সপ্তাহ সময় চেয়ে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন। পরে প্রশাসনের অনুরোধে অবরোধ প্রত্যাহার করা হলে বেলা ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধ প্রত্যাহারের পরপর সমবেত আন্দোলনকারী নারী-পুরুষদের সমন্বয়ে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে, স্থানীয় সন্ত্রাস-দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত অবরোধ কর্মসূচির পূর্বে একই পয়েন্টে অবস্থান ধর্মঘট ও সমাবেশ শুরু হয়। কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আওয়ামীলীগ নেতা ডা. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আব্দুল মুছাব্বির শাহিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসকার আলী, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ফরিদ মিয়া তালুকদার, মিনহাজ উদ্দিন চৌধুরী, জিতু মিয়া, ডা. হারুনুর রশিদ, আয়েজ আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান, যুগ্ম আহ্বায়ক মুশাহিদ আলী, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি নূরুল ইসলাম নূর, সাধারণ সম্পাদক শেখ সুহেল আহমেদ, উপজলো ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুকুর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, হরমুজ আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা এসএম শাবাজ, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আলাউদ্দিন, জেলা সাংস্কৃতিলীগের সভাপতি মামুনুর রশিদ, ইউপি মেম্বার পারভীন আক্তার, সাবেক মেম্বার নাজমুন নাহার রিতা, রাহিলা আক্তার, আওয়ামীলীগ নেতা রঙ্গু মিয়া, যুবলীগ নেতা ছুরুক মিয়া, করাঙ্গী সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দাল মিয়া আখঞ্জী, গিয়াস উদ্দিন, ফজলুর রহমান, হারুনুর রশিদ, আব্দুল হাই, সুজাত, আয়াত আলী, তোফায়েল, ইমরুল ও কৃষকলীগের লুৎফুর রহমান প্রমুখ। গত ১০ নভেম্বর উপজেলার মিরপুর বাজারের অদূরে বেদে পল্লীতে সরকারি সহায়তার চেক বিতরণকালে হবিগঞ্জ-সিলেটের দায়িত্বপ্রাপ্ত নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি’র উপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় নারী ইউপি সদস্য পারভীন আক্তার ও সাবেক নারী ইউপি সদস্য রাহিলা আক্তারসহ অন্যান্যরা আহত হন। গত ১৮ নভেম্বর রাতে এ ব্যাপারে একটি মামলা দায়ের করেন উপজেলার লামাতাসী ইউপি’র ১নং (সাধারণ ওয়ার্ড ১, ২ ও ৩) সংরতি ওয়ার্ডের নারী সদস্য পারভীন আক্তার। মামলায় নবনির্বাচিত বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তারা মিয়া ও হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদসহ ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৪/১৫ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com