বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সাতছড়ি উদ্যানে চুনারুঘাট-মাধবপুর আওয়ামীলীগের যৌথ সভা ॥ মাহবুব আলী এমপিকে আগামী নির্বাচনে মনোনয়ন না দেয়ার দাবী

  • আপডেট টাইম শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭
  • ৬৬৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলীর বিরুদ্ধে একাট্টা হয়েছে চুনারুঘাট ও মাধবপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন। আগামী সংসদ নির্বাচনে এডঃ মাহবুব আলীকে বাদ দিয়ে অন্য যে কাউকে দলীয় মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন দুই উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত সাতছড়ি জাতীয় উদ্যানে দুই উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ যৌথ সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করেন। একই সাথে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সিনিয়র সকল নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত চেয়েছেন। বিক্ষুদ্ধ নেতাকর্মীরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে সংসদ সদস্য এডঃ মাহবুব আলীর বিরুদ্ধে বিগত ৪ বছরের কর্মকান্ডের নালিশ করবেন। চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরীর সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের. মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ মুসলিম, জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক সমাজ কল্যাণমন্ত্রী প্রয়াত এনামুল হক মোস্তফা শহীদ এর পুত্র নিজামুল হক রানা, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সহ-সভাপতি সুনীল রায়, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভপাতি রুশন খান, আলহাজ্ব আঃ লতিব, মদরিছ মিয়া মহালদার, যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রজব আলী, ওয়াহেদ আলী মাষ্টার, সজল দাশ, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, চুনারুঘাটের গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খান, গাজীপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মালেক মাষ্টার, আহমদাবাদ ইউনিয়নের সেক্রেটারি আবু নাসের, দেওরগাছ ইউপি আওয়ামীলীগের সভাপতি মহরম আলী, সেক্রেটারি সত্যেন্দ্র চন্দ্র দেব, পাইকপাড়া ইউপি সভাপতি ময়না মিয়া তালুকদার, সেক্রেটারি আব্দুল কদ্দুছ তালুকদার কদ্দুছ, শানখলা ইউপি সভাপতি শফিক মিয়া তরফদার, সেক্রেটারি আবুল কালাম এখলাছ চৌধুরী, উবাহাটা ইউপি সভাপতি আলহাজ্ব আকবর আলী, সেক্রেটারি আব্দুর রউফ, সাটিয়াজুরী ইউপি সভাপতি ডাঃ হাবিবুর রহমান, সেক্রেটারি ফরিদ মিয়া মাষ্টার, রানীগাও ইউপি সভাপতি আব্দুল জলির, মিরাশী ইউপি সভাপতি ইদ্রিল আলী আলতা, সেক্রেটারি আঃ সামাদ মাষ্টার, মাধবপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির কৃষি ও সমবায় সম্পাদক শফিউল আলম মানিক, তথ্য ও গবেষনা সম্পাদক হাছান আলী, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, বন ও পরিবেশ সম্পাদক মুজিবুর রহমান স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন স্বপন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুছ সামাদ, যুব ও ক্রীড়া সম্পাদক নুরল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আনিছ আলী, শ্রম ও জনশক্তি সম্পাদক রেজানুর রহমান মুকিত চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কদ্দুছ মাষ্টার, প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুল হক, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল খয়ের, চুনারুঘাট উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক খালেদ তরফদার, পৌর শ্রমিকলীগের সভাপতি আমীর হোসেন, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি সাইফুল আলম রুবেলসহ মাধবপুর ও চুনারুঘাট উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগের সিনিয়র নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ২০১৪ সালে জাতীয় নির্বাচনের পর থেকেই চুনারুঘাট ও মাধবপুর আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী দলীয় নেতাকর্মীদের পাশ কাটিয়ে চলছেন। তিনি বিগত পৌর নির্বাচন ও ইউনিয়ন নির্বাচনে অনেক স্থানে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। বিশেষ করে চুনারুঘাট পৌর নির্বাচনে নৌকা প্রার্থী সাইফুল আলম রুবেলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ধানের শীষের প্রার্থী নাজিম উদ্দিনকে ১৪ ভোটে বিজয়ী করেছেন। ইউপি নির্বাচনে বিভিন্ন ইউনিয়নে দলীয় নৌকার প্রার্থীকে তিনি পরাজিত করতে বিরোধী দলের নেতাদের সাথে আতাত করে অনেক স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে সহযোগিতা করেছেন। এডঃ মাহবুব আলী বিগত ৪ বছরে চুনারুঘাট ও মাধবপুরের আওয়ামীলীগের ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিএনপি জামাতের লোকজনকে নিয়ে চলাফেরা করছেন বলে অভিযোগ উত্থাপন করা হয়। একই সাথে তিনি বিগত ৪ বছরে এ দুই উপজেলার নেতাকর্মীদের নিয়ে একবারও বসার প্রয়োজন বোধ করেননি বলে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এডঃ মাহবুব আলীর বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, হবিগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা, শায়েস্তাগঞ্জে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের স্মরন সভায়, হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর জনসভায়, চুনারুঘাটে ক্রীড়া প্রতিমন্ত্রীর জনসভা এবং সিলেটে দলীয় জনসমাবেশ কোথাও এডঃ মাহবুব আলী উপস্থিত ছিলেন না। তিনি বিদায়ী প্রধান বিচারপতি এস কে সিংহার নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন। তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে বেঈমানী করেছেন।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবেন এমন ৪ জন সম্ভাব্য প্রার্থী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর তনয় আওয়ামীলীগ নেতা নিজামুল হক রানা, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ মুসলিম। তারা সবাই বলেন, এডঃ মাহবুব আলী এলাকাবাসীকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছেন। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে তাদের দুরত্ব থাকায় আগামী দিনে মাহবুব আলীকে বাদ দিয়ে যে কাউকে মনোনয়ন দেওয়ার জন্য দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী জানিয়েছেন। একই সাথে চুনারুঘাট ও মাধবপুরের সকল নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করে তাদের ক্ষোভের কথা জানানোর জন্য সভায় সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com