শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

নবীগঞ্জে ডাকাতি ও হত্যা মামলার প্রধান আসামী পংকি গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার মংলাপুর গ্রামে জামায়াত নেতা মাওলানা মোস্তফা আহমদের বাড়ীতে ডাকাতি ও হত্যা মামলার প্রধান আসামী দিদার আহমেদ পংকি (৩০) কে ৭ মাস পর গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। গ্রেফতারের পর রিমান্ডে এনে তার কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে হবিগঞ্জ সিআইডি কার্যালয়ে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মোঃ আব্দুর রাজ্জাক তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির তথ্য সাংবাদিকদের নিকট তুলে ধরেন। পংকি সিলেট ওসমানি নগর থানার পশ্চিম ব্রা´ণপাড়া গ্রামের জামায়াতকর্মী মাওলানা মোতাব্বির হোসেনের পুত্র।
পুলিশ জানায়, আউশকান্দি ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা মোস্তফা আহমদের বাড়ীতে গত ১ এপ্রিল রাত ৩টার দিকে ৭/৮ জনের একদল মুখোশধারী লোক বাড়ির কলাপসিবল গেইটের তালা ও ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় বাড়ীর গৃহকর্তা মাওলানা মস্তফা আহমদের শয়ন কক্ষে প্রবেশ করে তাকে এলোপাতাড়িভাবে মারধর শুরু করলে অন্য রুমে ঘুমিয়ে থাকা তার পুত্র জামিল আহমদ (২৫), মওদুদ আহমদ (২২) ও মাসুদ আহমদ (১৬) আচ করতে পেরে জেগে উঠেন। এক পর্যায়ে তারা তাদের বাবাকে রক্ষা করতে অজ্ঞাতনামা দুবৃর্ত্তদের সাথে পাল্টা আক্রমনের চেষ্টা চালায়। এতে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। প্রায় আধ ঘন্টা সময় দুবৃত্তদের সাথে চলে তাদের তিন ভাইয়ের হামলা পাল্টা হামলা। এক পর্যায়ে দুবৃত্তরা পিছু নিয়ে বাড়ীর উঠানে যায়। এ সময় উঠানে গিয়ে চলে আরো হামলা পাল্টা হামলা। পরে দুবৃত্তদের সাথে হার মেনে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ৩ সহোদর। পরে দুবৃত্তরা চলে যায়।
ঘটনার খবর গ্রামের লোকজন জানতে পেরে এগিয়ে এসে তাদেরকে উদ্বার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামিল আহমদকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় নিহতের মা আছিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৭/৮জন কে আসামী করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নবীগঞ্জ থানা পুলিশ দীর্ঘ তদন্ত শেষেও কোন সুরাহা করতে না পেরে মামলাটি ডিবিতে ন্যাস্ত হয়। এ সংস্থাটিও কোন সুরাহা করতে না পারায় অবশেষে মামলাটি সিআইডিতে প্রেরণ করা হয়। সিআইডির ওসি আব্দুর রাজ্জাক বিভিন্ন সোর্সের মাধ্যমে নিশ্চিত হন যে দিদার আহমেদের নেতৃত্বে ওই বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এরপর থেকে তাকে গত ২৩ অক্টোবর রাতে ওসমানি নগর থেকে তাকে গ্রেফতার করে। পরে রিমান্ড আবেদন করা হলে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। গত ৩ দিন ধরে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান। তিনি আরো জানান, পংকির সাথে আর কারা কারা জড়িত এ মুহুর্তে প্রকাশ করা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com