বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ মেডিকেল কলেজে ছাত্র ভর্তি কার্যক্রম শুরু ॥ কৃতিত্বের দাবীদার আবু জাহির এমপি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭
  • ৪৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ মেডিকেল কলেজের ১ম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত কলেজটিতে ৩৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। আগামী ১০ জানুয়ারী প্রথম ক্লাশ অনুষ্ঠিত হবে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। হবিগঞ্জ মেডিকেল কলেজ স্থাপন, ছাত্র ভর্তি থেকে শুরু করে তা বাস্তবায়নে আবু জাহির এমপি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এ জন্য এর কৃতিত্বের দাবী এমপি আবু জাহির।
সোমবার দুপুরে কলেজের ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা এই কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী। আপনাদের উপর নির্ভর করে এর সুমান এবং দুর্নামের বিষয়টি। তাই সকল শিক্ষার্থীকে পড়াশোনায় মনযোগী হওয়ার আহবান জানান তিনি।
এমপি আবু জাহির আরো বলেন, আমি হবিগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি জানিয়ে ছিলাম- একটি মেডিকেল কলেজ, একটি কৃষি বিশ্ববিদ্যালয়, একটি স্থলবন্দর এবং শায়েস্তাগঞ্জকে উপজেলায় উন্নীত করার। এরই মাঝে প্রধানমন্ত্রী আমাদের জন্য মেডিকেল কলেজ উপহার দিয়েছেন। বাকী দাবিগুলোও শীঘ্রই পূরণ করবেন বলে মনে করেন তিনি।
পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ মোঃ আবু সুফিয়ান, হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ সুচীন্ত চৌধুরী ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ মোঃ আবু সুফিয়ান বলেন, পার্শ্ববর্তী জেলাগুলোতে একাধিক মন্ত্রী থাকা সত্ত্বেও একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা পায়নি। কিন্তু এমপি আবু জাহির অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে হবিগঞ্জবাসীর জন্য উপহার হিসাবে একটি মেডিকেল কলেজ নিয়ে এসেছেন। হবিগঞ্জবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আবু জাহির এমপি’র এই অবদানের কথা কোনোদিন ভুলবে না বলে মনে করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com