শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

হাজী এ ওয়াহিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন

  • আপডেট টাইম রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলার কালাপুর গ্রামের হাজী এ ওয়াহিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ-সিলেট মহিলা আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। শনিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও ছাত্রছাত্রী আয়োজিত ঈদ পূনর্মিলনী ও শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওই ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজ্বী শফিকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক কর্মসূচী পালন করছে। এ উন্নয়নের ধারাবাহিকতায় হাজ্বী এ ওয়াহিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়েও উন্নয়ন অব্যাহত রাখতে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। হাজ্বী এ ওয়াহিদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সমাজ সেবক শিক্ষানুরাগী সাফিউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন এ বিদ্যালয়ের উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
উল্লেখ্য, হাজী এ ওয়াহিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের জন্য ১ লাখ টাকা ও ভবন মেরামতের জন্য ৫০ হাজার টাকা অনুদান দেন আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। সভায় পবিত্র কোরআন হতে তেলওয়াত করেন জামাল উদ্দিন ও গীতা পাঠ করেন আশীষ চক্রবর্তী। মানপত্র পাঠ করেন আল ফারাবী চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবুল কালাম চৌধুরী, জুনু আহমেদ, মামুন আহমেদ, শেখ জাবেদ আহমেদ, আব্দুল আজিজ, সেবিনা আক্তার, সুমনা আক্তার ও সামিনা চৌধুরী। সভা পরিচালনা করেন জুহিনুর চৌধুরী। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। সবশেষে মোনাজাত পরিচালনা করেন ধর্ম শিক্ষক আব্দুল আজিজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com