শনিবার, ১৩ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন

বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন ॥ বন্ধের দাবিতে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন করেছে পুটিজুরি এলাকার সচেতন যুব সমাজ। গতকাল বুধবার বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত পুটিজুরি বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সাবেক ইউপি মেম্বার আলাল মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পুটিজুরি ইউপি কৃষকলীগ সভাপতি মুহিত মিয়া, যুবলীগ সভাপতি ফজলে এলাহি লুলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন তুহেল, হাবিবুর রহমান বিলাত, ফয়সল আহমেদ, ওয়াহিদ মিয়া, মানিক মিয়া, হাফেজ কামরুল ইসলাম, পরিবেশ আন্দোলন নেতা স্বপন চৌধুরী, হাফেজ আব্দুল কাদের, শাহনেওয়াজ, তাহির মিয়া প্রমুখ। বক্তাগণ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। সেই সাথে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। উত্তোলিত বালু মহাসড়কের পাশে রাখার ফলে যানবাহন চলাচলে বিঘœ ঘটছে। মাঝে মধ্যে দুর্ঘটানর শিকার হচ্ছে সাধারণ মানুষ। ৪৮ ঘণ্টার মধ্যে মহাসড়কের পাশ থেকে বালু অপসারণ এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না করলে জনতা কঠোর আন্দোলনে যাবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com