বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে জনতার গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত ॥ আটক ১ চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী আটক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মুক্তিযুদ্ধের চেতনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করুণ খোশ আমদেদ মাহে রমজান ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শায়েস্তাগঞ্জের শিশুর মৃত্যু হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উদ্যোগে স্মৃতিচারণ ॥ দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নবীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ছাগলকে হত্যার অপরাধে ব্যবসায়ী কারাগারে

জলাবদ্ধতায় রাস্তা চেনা দায় মহাসড়কের একি হাল !

  • আপডেট টাইম বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ৫০১ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা ওপর দিয়ে বয়ে যাওয়া ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ওই উপজেলার সীমানা শেরপুরের নিকট থেকে শুরু করে আরেক সীমান্ত এলাকা বাহুবল পর্যন্ত মহা সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এবং অধিকাংশ ব্রিজের প্রবেশ পথে বড় বড় ভাঙ্গঁন ধরেছে। অল্প বৃষ্টিতেই এসব গর্তে পানি জমাট হয়ে ভরে উঠছে। এতে জলাবদ্ধতার কারণে অনেক সময় রাস্তা ভাল করে চেনা মুশকিল মনে করেন চালকরা। যার কারনে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়েই হাজার-হাজার যাত্রীরা চলাচল করছেন। জরুরী রোগীদের সিলেট ও বিভিন্ন হাসপাতালে নিয়ে যাবার পথে অনেক রোগী হাসপাতালে পৌছার আগেই মৃত্যুবরণ করছেন। প্রায় বছর খানেক যাবত রাস্তার এ বেহাল অবস্থা বিরাজ করছে। মাঝে মধ্যে ওই রাস্তায় নামে মাত্র মেরামত করা হলেও বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। এ যেন এক অভিভাবকহীন মহাসড়ক। কেউ যেন এর দায়ভার নিতে রাজি হচ্ছেনা। খানাখন্দ আর যত্রতত্র গর্তে পুরো রাস্তা যেন মরণফাঁদে পরিণত হয়েছে যাত্রীরা জানান। যাত্রীবাহী বাসসহ দেশী-বিদেশী পর্যটকবাহী গাড়ী ছাড়াও বিভিন্ন রকম যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে রাস্তার এমন অবস্থা হয়েছে বলে দাবী করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। আবার কেউ কেউ বলছেন, বড় বড় ট্রাক চলাচলের জন্যই এমন অবস্থা। ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মালবোঝাঁই ট্রাক, লড়িসহ দুরপাল্লার যাত্রীবাহী বাস, প্রাইভেট মাইক্রো ও এ্যাম্বুল্যান্স চলাচল করে। কিন্তু রাস্তা খারাপ হওয়ায় যান চলাচলে মারাত্মক বিঘœ ঘটছে। মহাসড়কের এসব গর্ত রোডস এন্ড হাইওয়ে ও সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা ও যাতায়াত করছেন প্রতিনিয়ত। কিন্তু কর্তৃপক্ষের নজরে পড়লেও রাস্তা সংস্কারের জন্য মাঝে মধ্যে দেখা যায় কয়েকজন শ্রমিক দিয়ে কাজ করানো হয়েছে। তারা নিম্নমানের মাল ব্যবহার করে নামে মাত্র কাজ করার ফলে একদিকে কাজ হয়, অন্যদিকে আবারো কার্পেটিং উঠে গিয়ে পুর্বের ন্যায় হয়ে যায়। এবং মাস খানেক যেতে না যেতেই আবারো রাস্তায় গর্তসহ খানাখন্দে পরিণত হয়ে যায়। এর ফলে মহাসড়কে যাতায়াতকারী স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীরা প্রাণহানীর ভয় নিয়ে যাতায়াত করতে হচ্ছে প্রতিনিয়ত। এমন ও দেখা গেছে রাস্তার পাশের বাড়ি-ঘরগুলোর ও নেই কোন নিরাপত্তা। অনেক সময় দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে পরে রাস্তা পাশে বাড়ির উপর। ইতিপূর্বে এমন ঘটনাও ঘটেছে অনেক স্থানে। স্থানীয়রা জানান, মাস দুয়েক পূর্বে বিভিন্ন ভাঙ্গঁন অংশগুলো মেরামত কাজ হয়েছে। কিন্তু মানসম্পন্ন কাজ না হওয়ায় ফের এই পরিণতি হয়েছে বলে মনে করছেন এলাকার সচেতন জনগণ। সংশ্লিষ্ট  কর্তৃপক্ষ সব সময় রাস্তা মেরামতের ব্যাপারে টালবাহানা ও কাজের প্রতি অবহেলা করে থাকেন বলে স্থানীয়দের অভিযোগ। খুব শিগগিরই মহা-সড়কের পুরাতন কার্পেটিং ফেলে নতুনভাবে কার্পেটিং করে ওই রাস্তার যাতায়াতকারীদের দূর্ভোগ আর দুর্ঘটনার হাত থেকে মানুষকে রেহাই দিতে সর্বস্তরের মানুষ দাবি করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com