শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

নবীগঞ্জে নদীর গর্ভে বিলীন কয়েক শত পরিবার

  • আপডেট টাইম রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ৫৩২ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় উত্তর পূর্ব সীমান্তে কুশিয়ারা নদীর তীরে শেরপুর থেকে মার্কুলী পর্যন্ত বন্যা নিয়ন্ত্রন বাঁধ কুশিয়ারা ডাইক নির্মাণের অভাবে নবীগঞ্জ উপজেলার সার্বিক কৃষি ব্যবস্থার মুখ থুবড়ে পড়েছে। এদিকে রাক্ষুসী কুশিয়ার ভাঙ্গঁন চলছেই! এর কারণেই বর্তমানে হুমকির মুখে রয়েছে কুশিয়ারা ডাইকের শেরপুর থেকে এনায়েতগঞ্জ পর্যন্ত প্রায় ৫/৬ কিলোমিটার এলাকা। প্রতি বছরই নবীগঞ্জ উপজেলার পাহাড়পুর এরং হোসেনপুরের নিকট কুশিয়ারা ডাইক ভেঙ্গে গিয়ে অকাল বন্যা দেখা দেয় নবীগঞ্জ উপজেলাসহ ভাটি অঞ্চলে। শেরপুর থেকে আজমিরীগঞ্জ উপজেলা পর্যন্ত প্রায় ৩২/৩৫ কিলোমিটার কুশিয়ারা ডাইক নির্মাণ করা হলে ভাটি অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি অকাল বন্যা থেকে রক্ষা পাবে নবীগঞ্জ, বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার কয়েক লক্ষাধিক লোকজন। কুশিয়ারা ডাইকের জন্য অকাল বন্যার পানিতে প্রতি বছরই ভাটি অঞ্চলের লোকজন তাদের ফলনকৃত বোর ফসল ঘরে তুলতে পারেননি। সচেতন মহল মনে করেন কৃষকরা পরিকল্পনা মাফিক এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে এ অঞ্চলের উৎপাদিত শস্য বৃহত্তর সিলেটের খাদ্য চাহিদা পূরণে অনেকাংশে সক্ষম হতো। নবীগঞ্জ কৃষি অফিস সুত্রে জানা গেছে, প্রায় ১৭০ বর্গমাইলের নবীগঞ্জ উপজেলায় প্রায় ৩ শত ৬৫টি গ্রাম ও সাড়ে ৩ লক্ষাধিকের বেশী জন মানুষের বসবাস। উপজেলায় মোট চাষের জমি ৯৫ হাজার ৪শত ১৫ একর। এর মধ্যে আমন ৩৪ হাজার ১শ ৫০ একর, বোরো ৩৩ হাজার ৯শত ৩৮ একর। দু’ফসলী জমি ১৮ হাজার ১শত ৬০ একর। অবশিষ্ট ভূমিতে নানান রকমের ফসল ফলান জনগণ। প্রতি বছরই বন্যা, খরা, অতিবৃষ্টি ও অনাবৃষ্টিতে যে কোন মৌসুমের পুরো ফসল কৃষকেরা ঘরে তুলতে পারেননি। সম্প্রতি সময়ে বিভিন্ন হাওড় এলাকা ঘুরে দেখা গেছে, কোথাও পানির অকাল, আবার কোথাও সামান্য বৃষ্টিতে বন্যা আবার কোথাও জলাবদ্ধতায় হাজারো একর বোরো জমি অনাবাদি থেকে যায়। নবীগঞ্জ উপজেলার হোসেনপুর পিলি নদী ভরাট করে এবং এর ওপর হোসেনপুর ও তার আশপাশের কিছু ক্ষমতাধর লোক অবৈধভাবে নদী দখল করে তাতে ঘর-বাড়ি বানিয়ে কেহ বড় বড় পুকুর আবার কেহ কেহ বড় ক্ষেত তৈরি করছেন। এতে পানি নিষ্কাশনের পথ প্রায় বন্ধ করে দেয়ায় পূর্বাঞ্চলীর ভরার হাওড়, রৌয়ার গাং সহ উজানের আরো অনেক এলাকার প্রায় ১/২ হাজার একর বোরো জমি অনাবাদি থেকে যাচ্ছে। একই কারণে সামান্য বৃষ্টির পানিতে অকাল বন্যায় আরো কয়েক হাজার পাকা ও আধা পাকা বোরো আর নিচু এলাকার আমন ফসল পানিতে তলিয়ে সয়লাব হয়ে যায়। ভুক্তভোগী এলাকাবাসী দীর্ঘদিন যাবত সংস্কারের দাবি করে ও কোন সুফল পাচ্ছেন না । অপরদিকে পানি নিষ্কাশনের অভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ দিন দিন বেড়েই চলছে। সূত্রে আরো জানা যায়, বিগত ১৯৯০ সাল থেকে কোন প্রকার সংস্কার ছাড়াই কুশিয়ারা ডাইকের উপর দিয়ে শেরপুর থেকে দীঘলবাক ইউনিয়নের কসবা পর্যন্ত বিভিন্ন যাবাহন চলাচল করায় ওই ডাইকের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ১৯৯৩ সালে জুন মাসের মাঝামাঝি সময়ে কুশিয়ারা নদীর জোয়ারের পানিতে আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের নিকটে কুশিয়ারা ডাইক হঠাৎ ভেঙ্গে পরে। এভাবেই প্রতি বছরই কুশিয়ারার ডাইক ভেঙ্গে গিয়ে দীঘলবাক, ও আউশকান্দি ইউনিয়নের প্রায় ১৫/২০ হাজার একর বোরো ফসলের ক্ষতি হয়ে থাকে। এমনকি সম্প্রতি সময়ে সর্বনাশা কুশিয়ারা নদীর অব্যাহত ভাঙ্গনে নবীগঞ্জ উপজেলার প্রায় ১২/২০ টি গ্রামের শত শত একর ফসলী জমি, ঘর-বাড়ী,  প্রায় পঞ্চাশ কোটি টাকার সম্পদ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এতে গৃহহীন হয়েছেন প্রায় কয়েক শত পরিবার। ওই কুশিয়ারা ভাঙ্গন এখনো চলছে। এর শেষ পরিণতি কেউ বলতে পারেননি। একটি সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে শেরপুর থেকে আজমিরীগঞ্জের মার্কুলী পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার স্থান কুশিয়ারা ডাইকের সংস্কারের দায়িত্ব নেয় পানি উন্নয়ন বোর্ড। কিন্তু আমলাতান্ত্রিক মার প্যাচের কারণে আজ পর্যন্ত পরিকল্পনা এগুচ্ছেনা। এমনকি সিলেটের তৎকালীন জেলা প্রশাসক ডি-৩৪১-৮৩/৬৩৮ তাং০৭/০৭/১৯৮৩ ইং স্মারকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর নির্দেশে ১৯৮৩ সালে ৫ ই ডিসেম্বর ২/৩১২২ নং স্মারকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিলেট সার্কেল বরাবরে ভাঙ্গন রোধে কুশিয়ারার গতিপথ পরিবর্তনের জন্য সাড়ে ৩ কোটি টাকার একটি সুপারিশ করেন। কিন্তু অজ্ঞাত কারণে প্রকল্পটি আলোর মুখ দেখেনি। এ ব্যাপারে নবীগঞ্জ উজেলা নির্বাহি কর্মকর্তা তাজিনা সারোয়ার বলেন, বন্যা নিয়ন্ত্রন বাঁধ কুশিয়ারা ডাইক পুনর্নিমান করা হলে নবীগঞ্জ উপজেলাসহ ভাটি অঞ্চলের কৃষি ব্যবস্থার পরিবর্তন আসবে। এবং যোগাযোগ ক্ষেত্রে সৃষ্টি হবে নতুন ইতিহাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com