শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৫:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, লন্ডনে বসে খালেদা জিয়া দেশের বিরুদ্ধে যাতে কোন ষড়যন্ত্র না করতে পারে সে ব্যাপারে সকলকে নজর রাখতে হবে। গত সোমবার ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রেটার মানচেস্টার আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী নির্বাচনে বাংলাশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশের স্ব স্ব এলাকায় নৌকাকে বিজয়ী করার জন্য প্রবাসীদের কাজ করতে হবে। ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি ছোরাবুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ মীর গোলাম মোস্তফার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, গোলাম মোস্তফা চৌধুরী, মঈনুল ইসলাম বুলবুল, হান্নান মিয়া, গাউছুল আজম চৌধুরী সুজনসহ নর্থওয়েস্টের বিভিন্ন ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ।