বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

খোলা চিঠি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ৪৫৮ বা পড়া হয়েছে

মাননীয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ সমীপেষু
জনাবা,
আমাদের শ্রদ্ধাপূর্ন সালাম গ্রহণ করিবেন। প্রবাস থেকে প্রতিনিয়ত আমরা আপনার বক্তব্য বিবৃতি শুনে প্রাণ ফিরে পাই। আমরা যারা স্বাধীনতার স্বপক্ষে শক্তি হিসাবে দেশ ও জাতীর স্বার্থে কাজ করে যাচ্ছি তারা রাজাকার, নব্য রাজাকার, জামাতি চক্র, জঙ্গী গোষ্ঠীর চক্ষুশূল হয়ে আছি। তবুও আপনার বলিষ্ঠ নেতৃত্বের কারনে আমরা ওইসব চক্রকে ভয় পাইনা। আমরা ছোট্ট একটি গোষ্ঠী আপনার বিভিন্ন সংস্থার সাথে নির্ভয়ে কাজ করে যাচ্ছি এবং আজীবন করে যাবো। আজকের লেখায় কিছু নিজস্ব বিষয় থাকায় আমি দুঃখ প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, দুঃখের সাথে বলতেছি, আমার চাচা কবি দেওয়ান গোলাম মর্তুজা যিনি হবিগঞ্জ জেলার একজন সরল নির্লোভ প্রগতিশীল বুদ্ধিজীবি হিসেবে আজও গুণীজন মহলে সমাদৃত হয়ে আছেন। সর্বোপরি মাওলানা ভাসানীর সহযোগী হিসাবে ভারতের ব্রহ্মপুত্র উপত্যকায় আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং ভাষা আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে ভূমিকা রাখেন। হবিগঞ্জের ছাত্র জনতার শীর্ষে ছিলেন এবং পাকিস্তানী রক্তচক্ষুকে ভয় না করে প্রগতিশীল নানা কার্যক্রম যেমন সাহিত্য, সংস্কৃতি চর্চা এবং হিন্দু মুসলিম খৃষ্টান সর্বজাতীর মধ্যে মানবতার জয়গান গেয়েছেন। এমনকি আমার চাচাত ভাই দেওয়ান গোলাম সরওয়ার ১৯৭০ সালে পাকিস্তানী পতাকা পুড়িয়ে পাক সামরিক বাহিনীর অধীনে স্বশস্ত্র কারাবরণ করেন। এসব সত্বেও কিছু বিতর্কিত মুক্তিযোদ্ধা নামধারী গুটি কয়েক লোকের সমর্থনে আমার চাচা দেওয়ান গোলাম মর্তুজা কবি সাহেবের নামে স্বাধীনতা বিরোধী কাজে জড়িত ছিলেন বলে মিথ্যা অভিযোগ তুলে। হবিগঞ্জের প্রশাসনকে প্রভাবিত করে কবি দেওয়ান গোলাম মর্তুজার নামে সড়কটির নাম ফলক সরিয়ে ফেলার জন্য আদেশ দেওয়া হয়েছে। এই ষড়যন্ত্রের সাথে আপনার সরকার দলীয় কিছু সমর্থক লোভী লোক জড়িত আছে বলে জানা গেছে। এইসব লোকদের স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে জাতীয় ও স্থানীয়ভাবে এগিয়ে আসতে দেখেনি বরং আপনার দল ও সরকারের ভাবমুর্তি নষ্ট করেছে। কিন্তু হবিগঞ্জবাসী এই ন্যাক্কারজনক ঘটনার চরম বিরোধীতা এবং প্রতিবাদ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি উল্লেখ করতে চাই যে, এ ব্যাপারে আপনাকে বেশ কয়েকটি খোলা চিটি লিখেছি এবং বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ পেয়েছে। আমার লেখা “বাংলাদেশের জেনারেলদের ষড়যন্ত্র” বইটি যুক্তরাজ্যে বিভিন্ন বাংলা পত্রিকায় প্রকাশিত হয়েছে। জংগী দমনে আমার প্রস্তাবিত বেশ কিছু বিষয় গ্রহণযোগ্য হওয়ায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত ২৫ জানুয়ারী ২০১১ সালে যুক্তরাজ্য আওয়ামী লীগ এর সম্মেলন উপলক্ষে যখন লন্ডনে অবস্থান করেছিলেন তখন আপনাকে লিখিতভাবে ও মৌখিকভাবে হবিগঞ্জের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অবস্থান সম্পর্কে বিস্তারিত জানিয়েছিলাম। আমরা প্রবাসে থেকে আপনার বিভিন্ন সার্ভিসের সাথে সহযোগিতা করি তার একটি ঘটনা উল্লেখ করতে চাই, খুব সম্ভব ১৯৯৩ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ে খুবই গোপনে কর্নেল ফারুক একটি সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুসহ স্বাধীনতার পক্ষের শক্তির কড়া সমালোচনা করেছিলেন। তখন আমরা তার মুখোমুখি হয়ে দম্ভোক্তির সমচিত জবাব দিয়েছিলাম। কিছুদিন পূর্বে আপনি আপনার বক্তব্য বলেছিলেন, বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের মহানুভবতার সুযোগে বেশ কিছু প্রতিক্রিয়াশীল মুক্তিযোদ্ধা তাদের পরিবারসহ বঙ্গবন্ধু পরিবারের সাথে উঠাবসা করতো। এদের মধ্যে নরপশু কর্নেল নুর, কর্নেল ডালিম, খন্দকার মুসতাকসহ অনেকেই আওয়ামীলীগকে চিরতরে ধ্বংস করার জন্য ১৫ই আগষ্ট এর নির্মম হত্যাকান্ড ঘটিয়েছিল। এরা তো বাহিরের লোক ছিলনা! আপনি ঠিকই বলেছেন, আমরা সতর্ক ছিলাম বলে ষড়যন্ত্রকারী দলের মধ্যে ঘাপটি মেরে বসেছিল। মাননীয় প্রধানমন্ত্রী, আমার চাচা কবি দেওয়ান গোলাম মর্তুজা একজন পরীক্ষিত দেশ প্রেমিক। তাই আমি আশা করবো যাহারা প্রকৃত ইতিহাস পরিবর্তন করে আমাদের মধ্যে মিথ্যা, বিভ্রান্তি ছড়াতে চায় তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার করা হউক। আপনার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ আমাদের সকলের সহায় হোন।
বিনীত
দেওয়ান কাইয়ুম
গবেষক, ১৯৮৭ সালে লন্ডনে প্রকাশিত বাংলাদেশের জেনারেলদের ষড়যন্ত্র নামের বইয়ের লেখক
এবং প্রতিষ্ঠাতা চেয়াম্যান
স্বাধীনতা ফাউন্ডেশন এবং প্রবাস ফাউন্ডেশন, যুক্তরাজ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com