শনিবার, ১৩ এপ্রিল ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

দুর্ঘটনা প্রতিরোধে করণীয় শীর্ষক সভায় সিদ্ধান্ত ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে বাসসহ অন্য গাড়ির ভাড়া ২৫ ও সিএনজি ৩৫ টাকা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ৪৯৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়ির মালিকেদের ইঙ্গিত করে এমপি এডঃ আবদুল মজিদ খান বলেছেন, লাইসেন্স নেই, ফিটনেস নেই পুলিশের কাছে জবাব দেবেন। আইন শৃংখলা রক্ষাত্রে সব পেশার মানুষের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত হয়েছে সেটির ওপর কেউ আঙ্গুল তুলবেন না। কেউ অবাধ্য হলে এর দায়দায়িত্ব আমরা নেবো না। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। গতাকাল সোমবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে বানিয়াচং-হবিগঞ্জ সড়ক, বানিয়াচং-নবীগঞ্জ ও বানিয়াচং-শিবপাশা সড়কের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় ছিলেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহণ মালিক ও শ্রমিক সমিতির নেতারা।
মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয়, বানিয়াচং-হবিগঞ্জ সড়কে সিএনজি ভাড়া ৩৫ টাকা। একই রোডে বাস, ম্যাক্সিসহ অন্য গাড়ির ভাড়া ২৫ টাকা। বানিয়াচং-শিবপাশা রোডে সিএনজি ভাড়া ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। চালকের লাইসেন্স নম্বর ও গাড়ির নম্বর সংবলিত চালকদের নামের তালিকা ইউএনও কার্যালয়ে জমা দিতে হবে। হবিগঞ্জ-ইকরাম রুটের সিএনজিসহ অন্যান্য পরিবহণের ভাড়া নির্ধারনে ইউএনও, ওসি, সুবিদপুর, মক্রমপুর, মন্দরী ও সুজাতপুর ইউপি চেয়ারম্যান, শ্রমিক ইউনিয়ন নেতা সজিব আলীকে দায়িত্বভার দেয়া হয়েছে। তাঁরা হবিগঞ্জ শহরের পরিবহণ সমিতির কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ওই রুটের ভাড়া নিধারণ করবেন।
শিবপাশা রোডের স্ট্যান্ড থাকবে কুন্ডুরপাড়। গ্যানিংগঞ্জবাজার স্ট্যান্ড সরিয়ে ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে। শহীদ মিনার পাশে বাসস্ট্যান্ড থাকবে না। বড়বাজারে একটি স্ট্যান্ড থাকবে সেটি পরিষদ কমপ্লেক্সের পূর্ব দিকে। প্রত্যেক স্ট্যান্ডে ভাড়া নির্ধারণ সাইনবোর্ড ঝুলিয়ে রাখতে হবে পরিবহণ মালিক সমিতির পক্ষ থেকে। ব্যাটারিচালিত টমটম প্রধান সড়কে চলাচল করতে পারবেনা। শুধু উপজেলা সদরের ভেতরে চলতে পারবে।
ইউএনও সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) নূর-এ আলমের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, আওয়ামীলীগ সভাপতি আমির হোসেন মাষ্টার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ সজীব আলী, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আহাদ মিয়া, গিয়াস উদ্দিন, রেখাছ মিয়া, বড়বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সভাপতি হারুণ মিয়া, গ্যানিংগঞ্জ বাজার কমিটির সভাপতি রেজাউল মোহিত খান, টমটম সমিতির সভাপতি আঙ্গুর মিয়া, উপাধক্ষ্য আতাউর রহমান, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, রিপোর্টাস ইউনিটি সভাপতি নমীর আলী, সাংবাদিক ফোরাম সেক্রেটারি রায়হান উদ্দিন সুমন, পরিবহণ সমিতির নেতা জিকে গাফ্ফার, হায়দার আলী, কারজন ঠাকুর, আলমগীর মিয়া, সিএনজি শ্রমিক নেতা সাহেদ মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com