বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

চুনারুঘাটে ওয়ারিশানদের বঞ্চিত করতে একটি মহলের তৎপরতা

  • আপডেট টাইম সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ৪২৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মাইনরটি এক সম্প্রদায়ের যিনি পরবর্তীতে মুসলিম ধর্মগ্রহণ করেছিলেন সেই মহিলার বিপুল পরিমাণ সম্পত্তি থেকে ওয়ারিশানদের বঞ্চিত করার মানসে আট-ঘাট বেঁধে মাঠে নেমেছে একটি প্রভাবশালী মহল। প্রয়াত হিন্দু ওই মহিলার সম্পত্তি নামে-বেনামে এখন প্রভাবশালীদের দখলে রয়েছে। এ নিয়ে আদালতে মামলা চললেও প্রভাবশালী মহলটি ওই জমি দখলে রাখতে মরিয়া। এলাকাবাসীরা জানান, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের মৃত গোবিন্দ চরণ নাথের মেয়ে শ্রীমতি কাছনি নাথ ইসলাম ধর্মগ্রহণ করে একই গ্রামের জমশের উল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জমশের উল্লাহর ঔরশে ও কাছনির গর্ভে  জন্ম নেন একে একে পাঁচ সন্তান। ওই কাছনি নাথ যিনি ইসলাম ধর্ম গ্রহণ করে রূপচাঁন বিবি নাম ধারণ করে প্রায় আঠার কেয়ার জমি রেখে মৃত্যুবরণ করলে নানা কৌশলে ঐ সম্পত্তি প্রভাবশালীরা দখলে নেয়। এদিকে, কাছনি নাথের গর্ভের সন্তানরা প্রাপ্ত বয়স্ক হবার পর মৃত মায়ের ঐ সম্পত্তি ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন এবং আহম্মদাবাদ ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান আব্দুল লতিফ ২০১০ সালের ১৫ জুন কাছনি নাথের ওয়ারিশান হিসাবে তাদের সনদ প্রদান করেন। পরবর্তীতে, ২০১২ সালের ১৭ জুন ওই পাঁচ জনকেই একই সনদ প্রদান করেন বর্তমান চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু। এদিকে, আদালতের রায়ে কাছনি নাথ ওরফে রূপচাঁন বিবির সন্তানদের পক্ষে রায় চলে আসার সংবাদ গুজব হিসেবে ছড়িয়ে পড়লে দখলবাজ ও তাদের পরে লোকজনকে সাথে নিয়ে ১৬ জুলাই রবিবার চেয়ারম্যান সনজু চৌধুরীর বিরুদ্ধে ভূঁয়া ওয়ারিশান সনদ প্রদানের দোহাই তুলে মানববন্ধন করে। কাছনি নাথের পুত্র চুনু মিয়া বলেন, প্রাক্তণ চেয়ারম্যানের প্ররোচনায় একটি স্বার্থান্বেষী মহল মায়ের সম্পত্তি থেকে আমাদেরকে বঞ্চিত করার হীন ষড়যন্ত্রে মেতে উঠেছে। চেয়ারম্যান সনজু চৌধুরী এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, প্রাক্তণ চেয়ারম্যানের ওয়ারিশান সনদের উপর ভিত্তি করে আমি সনদ প্রদান করেছি তবে, যেদিন থেকে উপজেলা পরিষদে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছি সেদিন থেকে রাজৈনতিক প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে নানান অপপ্রচার চালাচ্ছে এবং ষড়যন্ত্র করছে। আমি জননেত্রী কর্তৃক নৌকার মনোনয়ন পেলে যত ষড়যন্ত্রই হউক জনগণকে সাথে নিয়ে তা মোকাবেলা করতে প্রস্তুত আছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com