বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০২:২৭ অপরাহ্ন
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবিদ আলীর নাতনী পরিবারের লোকজনের অগোচরে দুপুর বেলা বাড়ির পার্শবর্তী পুকুরের পাশে খেলতে যায়। এক পর্যায়ে পুকুরের পানিতে নেমে গেলে সাতার না জানার কারনে ওই পুকুরের পানিতে ডুবে মাইসা বেগম (৭) মৃত্যু হয়। পরিবারের লোকজন খোজাখোজির এক পর্যায়ে তার মৃতদেহ পুকুরে ভাসতে দেখে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।