মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন

বৃন্দাবন কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের বসন্তবরণ উৎসব

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৩৬৩ বা পড়া হয়েছে

বরুন সিকদার ॥ নতুন সকালের নতুন সূর্য, আঁধার কেটে চারিদিকে আলোর বিচরন। সাত সকালে আলো আভায় ১লা ফাল্গুনে ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা। তাই প্রকৃতির নিয়মেই কোকিলের কুহু কুহু ডাক গাছে গাছে পলাশ-শিমুল আর কৃষ্ণচুড়া ফুলে রক্তবর্ন আভরন বলে দিচ্ছিল আজ বসন্ত।
ঋতুরাজকে বরন করে নিতে নানা আয়োজনে ব্যাস্ত ছিল হবিগঞ্জ সরকারি বৃন্দাবণ কলেজের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসের মাঠে বাংলা বিভাগের শিক্ষার্থীরা বসন্তবরণ উৎসবের আয়োজন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান মালায় শিল্পীদের পরিবেশনায় ছিল একক, দৈত্ব আর সমবেত কন্ঠে দেশত্ব বোধক, রবীন্দ্র, লালন, বাউল ও নজরুল সংগীত। এছাড়াও অভিনয়, কবিতা আবৃত্তি, নৃত্যের তালে আনন্দ ও মুখরিত করে তোলে দর্শনার্থিদের। উৎসবকে কেন্দ্র করে মিলন মেলায় পরিনত হয়।
দিনটি উপলক্ষে তরুনীরা সেজেছিল বাসন্তি রংয়ের শাড়ি আর খোপায় ফুল দিয়ে তরুনদের পড়নে ছিল সাদা পায়জামা আর পাঞ্জাবী।
তবে বাংলার কৃষ্টি জড়িত বছরের এই আয়োজনটি ছোট পরিসরে হওয়াতে কিছুটা আক্ষেপ কলেজের বেশির ভাগ শিক্ষার্থীদের।
অনার্স ২য় বর্ষের ছাত্রী রুনা জানায়, কলেজ কর্তৃপক্ষ সকল বিভাগের অংশগ্রহনে আয়োজনটি করতে পারলে আনন্দের মাত্রাটা বেশি হতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com