শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

ঘরে ঘরে শেখ হাসিনা’র উপহার পৌঁছে দিয়েছি-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৪ মে, ২০১৭
  • ৪০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন মাটি ও মানুষের নেতা এডভোকেট মোঃ আবু জাহির এমপি। এতে নিজামপুর ইউনিয়নে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত হয়েছে। সর্বশেষ এ ইউনিয়নের পাইকপাড়া, রতনপুর, বাতাসর, সৈয়দপুর, সুমেদপুর, দক্ষিণ চতুল, শরিফাবাদ, ভবানীপুর, সুজাতপুর, নিতাইরচক, মাহমুদপুর, কালকারচক, মির্জাপুরসহ ১৫টি গ্রামে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত সোয়া ৮ কিলোমিটার লাইনে ৩৬৬টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। শনিবার বিকেলে পাইকপাড়া স্কুল মাঠে তৃণমূল লোকজনকে সাথে নিয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।
পরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জবেদ আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ কুতুব উদ্দিনের পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, দেশজুড়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে।
তিনি বলেন, আমাকে বলতে হয়নি, আমি আপনাদের এলাকার স্থানে স্থানে ব্রিজ, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান, শশ্মানঘাট, মন্দির উন্নয়নে বরাদ্দ দিয়েছি, নলকূপ স্থাপনসহ ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদান করেছি।
তিনি বলেন, আপনারা ভোট দিয়ে পরপর আমাকে দুইবার এমপি নির্বাচিত করেছেন। আমি নির্বাচিত হয়ে ঘরে বসে নেই। আমি আপনাদের পাশে সব সময় রয়েছি। এই উন্নয়ন কর্মকান্ডই এর প্রমাণ। তিনি বলেন, তৃণমূল জনগণকে ওয়াদা দিয়েছিলাম। তাই আজ এ ইউনিয়নে শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে পেরে, আনন্দিত হয়েছি।
এদিকে সভায় বক্তারা বলেন, আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি নির্বাচিত হওয়ায় নিজামপুর ইউনিয়নসহ স্থানে স্থানে ব্যাপকভাবে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে। তাই এ উন্নয়নের ধারা বজায় রাখার স্বার্থে আমরা সবাই আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা’র নৌকায় ভোট দিয়ে আবারও এডভোকেট মোঃ আবু জাহিরকে এমপি নির্বাচিত করতে চাই।
এ সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত, আওয়ামী লীগ নেতা শেখ একেএম সূফী, আব্দুর রাজ্জাক, নুরুল হক তালুকদার, সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, বর্তমান চেয়ারম্যান তাজ উদ্দিন।
বক্তব্য রাখেন, অধ্যক্ষ আবিদুর রহমান, তোফায়েল আহমেদ শফিক, যুবলীগ নেতা আব্দুল কবির আনসারী, কৃষকলীগ নেতা জামাল সরদার, আব্দুল মতিন, যুবলীগ নেতা শামীম আহমেদ, মেম্বার আব্দুর রউফ প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠার শুরু হয়। শুরুতে তৃণমূল গ্রামবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে প্রধান অতিথি এমপি আবু জাহিরকে বরণ করে নেয়া হয়। এ সভায় আওয়ামী পরিবারের নেতাকর্মী, তৃণমূলের শত শত লোকজন অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com