বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সুলতানশী গ্রামে গণপিটুনিতে ডাকাত জুয়েল নিহত ॥ গৃহকর্তাসহ আহত ৫

  • আপডেট টাইম সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৪৯৯ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে আন্তঃজেলা ডাকাত সর্দার জুয়েল (৩০) নিহত হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় একই পরিবারের মহিলাসহ ৫ জন আহত হয়। গতকাল রবিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত জুয়েল উপজেলার যমুনাবাদ গ্রামের ডাকাত সর্দার সুরত আলীর পুত্র ও ডাকাত হেলালের ছোট ভাই।
খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। আহতরা জানান, গত শনিবার রাত সাড়ে ৩টার দিকে পূর্ব সুলতানশী গ্রামের প্রবাসি জবেদ আলীর ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে জুয়েলসহ একদল ডাকাত। ডাকাতরা ওই পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে লুটপাট চালায়। এ সময় জুয়েল ওই বাড়ির এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা করে। তখন বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এসে ধাওয়া দিয়ে জুয়েল মিয়াকে আটক করলেও অন্য ডাকাতরা পালিয়ে যায়। এক পর্যায়ে তার হাত-পা বেঁেধ এলোপাতাড়ি মারপিট করলে জুয়েল মিয়া ঘটনাস্থলেই মারা যায়।
ডাকাতদের হামলায় আহত হন মৃত সালামত আলীর পুত্র গৃহকর্তা জবেদ আলী (৫৫), তার পুত্র জহিরুল ইসলাম (৩০), তাজুল ইসলাম (২০) ও কন্যা সিতারা বেগম (২৫)।
Habiganj Rubber Kills News Pic copyআহত অবস্থায় তাজুল ইসলামকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সকাল ৭টার দিকে সদর থানার ওসি ইয়াছিনুল হক, এসআই দৌস মোহাম্মদ ও সাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়েলের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।
এসআই দৌস মোহাম্মদ জানান, তার বিরুদ্ধে হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় ডাকাতি, ধর্ষণ, খুনসহ ২ ডজন মামলায় পরোয়ানা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল।
এ ব্যাপারে ওসি ইয়াছিনুল হক জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com